ছাত্রদের বিক্ষোভ সমাবেশে সুজন : ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে

চট্টগ্রাম ব্যুরো :: অক্সিজেন মোড়ে সামাজিক সংগঠন প্রগতির সার্বিক সহায়তায় ছাত্রসমাজের উদ্যোগে আয়োজিত নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব খোরশেদুল আলম সুজন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তালেব আলী। শিক্ষার্থীদের পক্ষে তাদের দাবি পেশ করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ বেসরকারি বিষয়ক সম্পাদক শেখ সরফুদ্দীন সৌরভ। নাফিজ লতিফ মাহিরের সভাপতিত্বে এবং আনোয়ার উল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সামাজিক সংগঠন প্রগতি , গাউছিয়া কমিটি, ঙঢণ-১৯ ইধঃপয, এবং ঊহমষরংয অরফ সহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং অসংখ্য ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করে। এতে বক্তব্য রাখেন শাহ নেওয়াজ জিশান, নাঈম চৌধুরী, সোহরাব হোসেন, সাকিব, জুবায়ের, আরিফ,পারভেজ, নুরুল আবসার সবুজ, রাব্বী, কাউছার, তাহসিন, মেজবাহ, রাফি, সাজ্জাদ, হামিদ, জিসান, জিম, রানা, মেহদি হাসান, ফারুক, সাইমন, রাকিব সাকিল, শাহিন, ফাহিম, আশরাফ, ফারহান,সোহাগ,নওশেদ সহ প্রমুখ।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031