
চট্টগ্রাম ব্যুরো :: অক্সিজেন মোড়ে সামাজিক সংগঠন প্রগতির সার্বিক সহায়তায় ছাত্রসমাজের উদ্যোগে আয়োজিত নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব খোরশেদুল আলম সুজন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তালেব আলী। শিক্ষার্থীদের পক্ষে তাদের দাবি পেশ করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ বেসরকারি বিষয়ক সম্পাদক শেখ সরফুদ্দীন সৌরভ। নাফিজ লতিফ মাহিরের সভাপতিত্বে এবং আনোয়ার উল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সামাজিক সংগঠন প্রগতি , গাউছিয়া কমিটি, ঙঢণ-১৯ ইধঃপয, এবং ঊহমষরংয অরফ সহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং অসংখ্য ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করে। এতে বক্তব্য রাখেন শাহ নেওয়াজ জিশান, নাঈম চৌধুরী, সোহরাব হোসেন, সাকিব, জুবায়ের, আরিফ,পারভেজ, নুরুল আবসার সবুজ, রাব্বী, কাউছার, তাহসিন, মেজবাহ, রাফি, সাজ্জাদ, হামিদ, জিসান, জিম, রানা, মেহদি হাসান, ফারুক, সাইমন, রাকিব সাকিল, শাহিন, ফাহিম, আশরাফ, ফারহান,সোহাগ,নওশেদ সহ প্রমুখ।