
॥ নিজস্ব প্রতিবেদক ॥ পৌষ পিঠা উৎসবের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্য শহরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে আহবান জানিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ। তিনি বলেন, শীতের সকালে মায়ের হাতে যে পিঠা খাওয়া দিনগুলো মানুষের মাঝ থেকে যাতে হারিয়ে না যায় সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে।
শুক্রবার (১৫ জানুয়ারী) বিকেলে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে চন্দ্রিমা রেষ্টুরেন্টের আয়োজনে দুইদিন ব্যাপী পৌষ পিঠা উৎসবের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙ্গামাটির সম্পাদক আনোয়ার আল হক, বনরূপা ব্যবসায়ি সমিতির সভাপতি মোঃ আবু সৈয়দ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুর, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সাংবাদিক শিশির দাশ বাবলাসহ ৮৯ ব্যাচের বন্ধু মহলের সদস্যরা উপস্থিত ছিলেন।
দুই দিন ব্যাপী পিঠা উৎসবে তিনটি ষ্টলে বিভিন্ন নামের প্রায় ২৫ টির মতো পিঠা প্রদর্শিত হচ্ছে। রাঙ্গামাটির স্থানীয় জনগন পিঠা উৎসব ঘুরে দেখেন এবং পিঠা ক্রয় করেন।