॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥ বান্দরবানের থানচির ৩ কিলোমিটার নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চাঁদের গাড়ী খাদে পড়ে ৩জন শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছে আর এই ঘটনায় আহত হয়েছে আরো ৫ শ্রমিক।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ জানুয়ারী) সকালে বান্দরবানের থানচি বাজার হতে মালামাল বোঝাই করে লিক্ষি সড়কের ৩কিলোমিটার নামত স্থানে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এসময় গাড়ীতে থাকা বেশিরভাগ শ্রমিক আহত হলে ও ৩জন ঘটনাস্থলে নিহত হয়। পরে স্থানীয় বাসিন্দা পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে থানচি স্বাস্থ্্য কমপ্লেক্স এ ভর্তি করে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত ৩জন ও আহত ৫জনকে উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্স এ আনা হয়েছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। ওসি মো.সাইফুদ্দিন আনোয়ার আরো জানান, আহত ও নিহতদের নাম পরিচয় এখনো বিস্তারিত জানা যায়নি।