॥ বান্দরবান প্রতিনিধি ॥ মায়ানমার থে কে চোরাকারবারীরা বান্দরবা নের আলীকদম দি য়ে ট্রা কে ক রে পাঁচারকা লে ৪০ টি গরু আটক ক রে ছে আলীকদ ম ব ্যাটা লিয় নের ৫৭ বি জি বি। মঙ্গলবার (২৩ মে) রাত ২টায় আলীকদম সীমান্তের পোয়ামুহুড়ি-আলীকদম সড়ক থে কে এসব গরু আটক করা হয়।
বি জিবি জানায়, মায়ানমার হতে আলীকদ মের সীমান্ত প থে ট্রাক দি য়ে অবৈধভাবে গরু আনা হচ্ছে। গোপন সংবা দে বিষয়টি জান তে পে রে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক মঙ্গলবার (২৩ মে) রাত এগারোটায় দ্রুত আলীকদমের দক্ষিনে সাত কি:মি: দূরে একটি চেকপোষ্ট স্থাপন করেন। গরু চোরাকারবারিরা বিষয়টি জানতে পে রে ট্রাক থে কে গরু না মি য়ে বিকল্প রাস্তায় গভীর জঙ্গল দি য়ে গরু গুলো নি য়ে যে তে চাই লে অধিনায়কের নেতৃত্বে বিজিবির টহল দল জঙ্গলের ভেতর থে কে রাত ২টার সময় ৪০ টি গরু আটক ক রে।
আলীকদম ব ্যাটা লিয় ন (৫৭ বি জি বি) এর অ ধিনায়ক লে: ক র্ণেল ইফ তেখার হো সেন জানান, আটককৃত ৪০টি গরু বুধবার (২৪ মে) বান্দরবান কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চল ছে। সীমান্ত প থে অবৈধভা বে দ্রব্যসামগ্রী পাঁচার হওয়ার ব্যাপারে বান্দরবানের আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক এবং ভবিষ্যতে বিজিবির এ ধরণের অপারেশন অব্যাহত থাকবে ব লেও জানান তি নি।