
॥ মোঃ সোহরাওয়ার্দী সাব্বির ॥ তৃণমূল সাংবাদিকতায় অবদানের জন্য বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ পাচ্ছেন পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক খ্যাত রাঙ্গামাটি থেকে প্রকাশিত দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহমেদ। দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ ও মিডিয়া গ্রুপের আয়োজনে ৫টি ক্যাটাগরিতে ১১জন অনুসন্ধানী সাংবাদিককে এবং তৃণমূল সাংবাদিকতায় অবদানের জন্য প্রতি জেলা থেকে একজন করে মোট ৬৪জন গুণী সাংবাদিককে সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছে। সে তালিকায় স্থান পেয়েছেন রাঙ্গামাটি জেলা থেকে একেএম মকছুদ আহমেদ। এদিকে, পাহাড়ের চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদকে বসুন্ধরা গ্রুপের পক্ষে বসুন্ধরা মিডিয়া আওয়ার্ড ২০২১ প্রদান জন্য মনোনীত করায় রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুদার এমপি অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সুস্থ সাংবাদিকতার বিকাশ ঘটবে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের প্রতিকৃত সাংবাদিককে মনোনীত করায় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জ্ঞাপন করছি।