ভাঙ্গনের কবলে ইসলামপুর গাইন্দ্যা বাজার, হুমকির মুখে ঘরবাড়ি

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥ বান্দরবান, রাঙ্গামাটি সীমান্তের মাঝামাঝি গাইন্দ্যা বাজার (ইসলামপুর ৫নং) বাজারটি ভাঙ্গনের কবলে পড়েছে। যে কোন মুহুর্তে বড় ধরনের ভাঙ্গনের ফলে বাজারের ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার আশঙ্কা করেছে স্থানীয়রা। লাগাতার কয়েদিনের বৃষ্টির কারণে প্রধান বাজারে একপাশে ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে একপাশের ভাঙ্গনটি বড় আকার ধারন করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই বাজারে অনেক ব্যবসায়ী ও এলাকাবাসী বসবাস করে আসছে। বাজারের পাশ দিয়ে প্রায় মানুষ চলাফেরা করে। ফলে এই বাজার ভাঙ্গনের বিষয়ে কারো কোন নজরদারী নেই বললেই চলে।
সম্প্রতি সরজমিনে গিয়ে দেখা যায়, এলাকার সচেতন লোকজন ভাঙ্গন রোধসহ রাতে বড় ধরনের দূর্ঘটনা এড়াতে বিদ্যুতের বাল্ব জালিয়ে রাখে রাতের বেলায়। পাশাপাশি বালুর বস্তা দিয়ে ভাঙ্গন রোধ করার চেষ্টা করছে। এদিকে, ৫নং ইসলামপুর এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙ্গন রোধে বান্দরবান উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে এখনো কোন পদক্ষেপ নেননি। তিনি কয়েক বার সরেজমিনে এসে দেখে গেছেন। প্রকৃতপক্ষে বাজারটি মেরামতের কাজ কার হাতে ন্যাস্ত এ বিষয়ে কেউ সঠিক তথ্য দিতে পারছেনা। এদিকে দ্রুত ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা করা না হলে বাজারের ব্যবসা ও ঘরবাড়ী রক্ষা করা সম্ভব নয় বলে এলাকাবাসীর আশংকা। এতে ভাঙ্গনের পাশে থাকা সকল বাড়ী ঘর হুমকির মুখে পড়তে পারে।
এ ব্যাপারে বান্দরবান সদর উপজেলার নির্বাহী অফিসার সাদিয়া আফরোজ এর সাথে মুঠো ফোনে আলাপ কালে তিনি বলেন, আমি সবে মাত্র যোগদান করেছি। আমার পূর্বের নির্বাহী অফিসার মহোদয় পরিদর্শন করছেন কিনা আমি অবগত নই। তবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে আলাপ করে বিষয়টি গুরুত্ব দেওয়া হবে।
এবিষয়ে বাজার চৌধুরী বাথোয়াই হেডম্যান জানান, বাজারটি বান্দরবান জেলায় হওয়াতে তাদের কোন হাত নেই। বিষয়টি বান্দরবান জেলাকে অবগত করেছেন। এছাড়া তিনি বলেন অতিদ্রুত ভাঙ্গন রোধ করার ব্যবস্থা গ্রহন না করলে জনগনের যাতায়াত ব্যবস্থা বন্ধ এবং ঘরবাড়ী বাজার বিলীন হয়ে যেতে পারে। তাই তিনি ভাঙ্গনটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশা করেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930