বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা)‘র সাথে মতবিনিময়: ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন আইনের শাসনের আলোর পথে এগিয়ে চলেছে—তথ্যমন্ত্রী

গিরিদর্পণ ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘কামাল হোসেন ও বিএনপি বাংলাদেশে একটি অস্বাভাবিক সরকার তৈরির পাঁয়তারা করতে হাত মিলিয়েছে । ৭ দফা আর ১২ দফার ঘোমটা মাথায় নিয়ে তারা খালেদা-তারেকের মুক্তি দাবির সুর তুলছে।’ বৃহস্পতিবার সকালে ঢাকায় তথ্যমন্ত্রী তার হেয়ার রোডের বাসভবনে অনলাইন সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন আইনের শাসনের আলোর পথে এগিয়ে চলেছে, তখন বাংলাদেশ আর বিএনপি ও তাদের সঙ্গীরা চিহ্নিত দন্ডপ্রাপ্ত আসামীদের মুক্ত করার ষড়যন্ত্র করছে’, বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘রাজাকার ও মুক্তিযোদ্ধাকে একপাল্লায় মাপবেন না, খুনী আর ভালো মানুষকে একপাল্লায় মাপবেন না, মুক্তিযুদ্ধের নেত্রী শেখ হাসিনা আর রাজাকারের নেত্রী খালেদা জিয়াকে একপাল্লায় মাপবেন না।’
‘স্মরণ রাখবেন এর আগে খালেদা জিয়া গণতন্ত্রের ঘোমটা মাথায় দিয়ে জঙ্গি-সন্ত্রাসী তৎপরতা চালিয়েছেন। তিনি সেই পথ ত্যাগ করেননি, জঙ্গি-রাজাকারের সঙ্গ ছাড়েননি, তাই খালেদা-তারেক এখনো গণতন্ত্রের উপযুক্ত নয়’, বলেন হাসানুল হক ইনু। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশনের (বনপা) সভাপতি ও বিশের বাঁশী ডটকম এর প্রধান, সুভাষ শাহ, উপস্থিত ছিলেন ৭১সংবাদ ডটকমের সম্পাদকও ৭১বাংলা টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশনের (বনপা) সাধারণ সম্পাদক, এ এইচ এম তারেক চৌধুরী,বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশনের (বনপা) চট্টগ্রামের সাধারণ সম্পাদক এবং গিরিদর্পণ ডট কমের নির্বাহী সম্পাদক এম কে মোমিন , এবং উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শেখ ফয়েজ আহমেদ, এম,এম মিজানুর রহমান,এম এ ওয়াহেদ ,সমন্বয় নিউজ ২৪ ডট কমের সম্পাদক আবুল কালাম আজাদ রাজু,আনিছুল ইসলাম আশরাফী,সাইফুদ্দীন মুহাম্মদ ফারাবী,জোহরা পারভীন জয়া,ডাঃ সমীর কুমার সাহা,আর্থ নিউজ ২৪ ডট কমের সম্পাদক ফরহাদ আমীন ফয়সাল,কর্নফূলী নিউজ ডট কমের সম্পাক মুহাম্মদ সাইফুল ইসলাম,আরজি বাংলা টিভির সম্পাদক এম ডি এইচ রাজু,এম এ কাউছার,কাজী মুরাদুল ইসলাম ও বিভিন্ন অনলাইন পোর্টালের সম্পাদক ও সাংবাদিকবৃন্দ মতবিনিময়ে উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া জুলাই এর গণঅভূত্থানে ছাত্র জনতার রক্তদান এবং অসংখ্যজনের পঙ্গুত্ব বরণের মধ্যদিয়ে আমরা নতুন দেশ পেলাম —–প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031