৮ দফা দাবি,,৬ মার্চ তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল

রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও ভর্তিতে পার্বত্য বাঙালি কোটা চালু, বিতর্কিতপার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন-২০১৬ অবিলম্বে বাতিল করাসহ পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের নিয়মিত ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৬ মার্চ তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জানিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ।

শুক্রবার সংগঠনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে পূর্বে ঘোষিত ৭ মার্চের হরতাল ঐ দিবসের ঐতিহাসিক তাৎপর্যের প্রতি সম্মান দেখিয়ে প্রত্যাহার করা হয়েছে। একইসাথে উপজেলা নির্বাচনের কারণে ৬ মার্চ গুইমারা উপজেলাকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

এদিকে একই বিবৃতিতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ছাত্র শামসুজ্জামান বাপ্পির হল থেকে বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবী জানিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ।

পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান  আলকাছ আল মামুন ভঁইয়া ও পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের কেন্দ্রীয় আহবায়ক মো:আব্দুল হামিদ রানা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ছাত্র শামসুজ্জামান বাপ্পির  হল থেকে বহিস্কার  আদেশ প্রত্যাহারের  দাবী জানিয়েছে ।

বিবৃতিতে বলা হয়েছে, ‘রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামসুজ্জামান বাপ্পীকে যে অভিযোগে বহিস্কার করা হয়েছে তা ভিত্তিহীন।তার নেতৃত্বেই রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চালু করার জন্য আন্দোলন হয়েছে, তার নেতৃত্বে শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের জন্য আন্দোলন করেছে- এটাই তার অপরাধ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবী -দাওয়াকে স্তব্ধ করা এবং বিশ্ববিদ্যালয়েরর প্রশাসনের বিরুদ্ধে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের চলমান আন্দোলনকে ধামাচাপা দিতেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাপ্পীকে বহিস্কার করেছে। আর তাকে বহিস্কারের ইন্ধনদাতা হচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যারা রাঙ্গামাটিতে হতে দিতে চায় না তারা।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ মনে করছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন জেএসএস এর দোসরদের দখলে চলে যাচ্ছে। ফলে পরবর্তীতে আরও ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে।তাই সরকার এখনই এ বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ উপজাতীয় শিক্ষকদেরকে সরিয়ে না দিলে পরে চড়া সুদে মাসুল গুনতে হবে। নেতৃবৃন্দ অবিলম্বে বাপ্পীর বহিস্কার আদেশ প্রত্যাহার করার জোর দাবী জানিয়েছেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031