রাঙ্গামাটিতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে হতদরিদ্র ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরন : অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে শেখ হাসিনার সরকার বদ্ধ পরিকর–দীপংকর তালুকদার এমপি

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে জেলা পরিষদের সহযোগিতায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে হতদরিদ্র ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালে শহরের রিজার্ভ বাজার গীতাশ্রম মন্দির প্রাজ্ঞনে বস্ত্র বিতরণ করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থানীয় কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুর, রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র দে, সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজ, আশীস দাশগুপ্ত, গীতাশ্রম মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদারসহ শহরের বিভিন্ন মন্দিরের পরিচালনা কমিটিরি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থানীয় কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য জীবনবাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পড়ে ছিলেন। তখন যেমন কোন সাম্প্রদায়িকতা ছিল না তেমনি ভাবে বর্তমানেও দেশের বেশির ভাগ মানুষের মধ্যে কোন সাম্প্রদায়িক মনোভাব নেই। মুষ্টিমেয় কিছু লোক ব্যক্তি স্বার্থের জন্য সাম্প্রদায়িকতার বিষ বাস্প ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে সকল শুভ শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, মা দূর্গা যেমন অশুভ শক্তিকে বিনাশ করতে মর্ত্যে এসেছিলেন, শুভ শক্তির আবির্ভাব করতে। তার সেই আদর্শ অনুসরণ করে পরিবার, সমাজ, জাতি ও রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। বর্তমান সরকার বিশ্বাস করে ধর্ম যার যার, উৎসব সবার। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে শেখ হাসিনার সরকার বদ্ধ পরিকর। তাই অসাম্প্রদায়িক দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পরে রাঙ্গামাটির শহরের সকল মন্দিরের পুরোহিত এবং অসহায় শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ অতিথিবৃন্দ।

পার্বত্য অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদের স্বরণে নাগরিক শোকসভা :  পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি প্রবীন সাংবাদিককে মরনোত্তর রাষ্ট্রীয় পদকে ভুষিত করার দাবী

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031