
॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥ খাগড়াছড়ির নির্বাচনী মাঠে নৌকার প্রতিদ্বন্দ্বী শক্তিশালী প্রার্থী নেই। চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও অপর তিন প্রার্থীর তেমন প্রচার-প্রচারণা নেই। তারপরও মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন খাগড়াছড়ি সংসদীয় আসনে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
সোমবার (১ জানুয়ারি) সদরের ভাইবোনছড়া ও পানছড়ি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন তিনি। দুপুরে ভাইবোনছড়া, দেওয়ানপাড়া ও পানছড়ি বাজারের কয়েকটি স্থানে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন ও পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে এবং পাহাড়ি-বাঙালির সম্প্রীতি অক্ষুন্ন রাখতে আবারও নৌকায় ভোট প্রার্থনা করেন।
সময় খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ি ভোটারদের ভোটদানে বাঁধা প্রদান, ভোটকেন্দ্রে না যেতে ভয়ভীতি প্রদর্শন-হুমকি প্রদানকারী আঞ্চলিক দলের নামধারী সন্ত্রাসীদের নির্বাচনের পর রাজনৈতিকভাবে মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেন নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এদিকে জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, তৃণমুল বিএনপির উশ্যেপ্রু মারমাও প্রচারণা করছেন। তারা গণসংযোগে এলাকায় শান্তির আহ্বান জানান।
খাগড়াছড়ি আসনে আওয়ামীলীগসহ ৪টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে প্রচার-প্রচারণায় এগিয়ে আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।