খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে বসতঘর পুড়ে ছাই

॥ মোহাম্মদ আবু তৈয়ব, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে দিনমজুর মো. শিপন পেদার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোন ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে একই সময়ে একই গ্রামের মলিন্দ্র ত্রিপুরার গৃহপালিত গরু বজ্রপাতে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪এপ্রিল) দুপুর পৌনে দুইটার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে।
বজ্রপাতের ঘটনার পরপরই প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। আগুন নিভানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা কোন জিনিস-পত্র রক্ষা করা সম্ভব হয়নি বলেও স্থানীয়রা জানিয়েছে। বজ্রপাতের সময় ঘরের মধ্যে কেউ ছিলনা বলে প্রাণহানির কোন ঘটনা ঘটেনি।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় তার ঘরটি সম্পূণরূপে আগুনে ভস্মীভুত হয়ে গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়ে থাকতে পারে।
এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক। এসময় তিনি বজ্রপাতে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের স্বান্তনা দিয়ে তাদেরকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031