॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥ ’উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে দুদিন ব্যাপী ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।
বুধবার খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, ভাইস-চেয়ারম্যান রনিক ত্রিপুরা ও বিউটি রানি ত্রিপুরা।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন দেশে বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার উন্নয়নে সরকার কাজ করছে। এ কাজে শিক্ষক, ছাত্র, অভিভাবক ও দেশের প্রত্যন্ত এলাকার উদ্ভাবকদের উৎসাহিত করার আহ্বান জানান।
খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এ মেলার আয়োজন করে। মেলায় জেলার ২টি কলেজ ও ১১ টি স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ৩৫ স্টলে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রজেক্টের প্রদর্শনী হয়।