
॥ মোহাম্মদ আবু তৈয়ব, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি সদর হাসপাতালে এক বৃদ্ধ নারী অচেতন অবস্থায় রয়েছে। কেউ তার খবর জানে না। কোন কিছু বলতে পারছে না। অচেতন রয়েছে।
হাপাতাল সূত্রে জানায়, গত ৩০ শে এপ্রিল বেলা ১২টার দিকে কয়েকজন পথচারী বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করিয়ে দেন। তবে চিকিৎসাধীন বৃদ্ধা নারীর পরিবারের কেউ এখন পর্যন্ত হাসপাতালে আসেননি। হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আরএমও নয়ন ময় ত্রিপুরা এই প্রতিনিধিকে জানান, ৩০শে এপ্রিল থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন। অবস্থার এখনো পরিবর্তন হয়নি। অচেতন থাকায় পরিবারের সম্পর্কে কোন কিছুই জানতে পারছিনা।
Post Views: ১১২