রাঙ্গামাটি চাকমা রাজ পরিবারের বর্ষীয়ান সদস্য চাঁদ রায় আর নেই, দৈনিক গিরিদর্পণ সম্পাদকের শোক

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিচাকমা রাজপরিবারের বর্ষীয়ান সদস্য ও বিশিষ্ট সমাজসেবক চাঁদ রায় (কর্ণ) পরলোকগমন করেছেন। গত শনিবার (১৯ অক্টোবর) রাতে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন।
তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে চাকমা রাজ পরিবারসহ রাঙ্গামাটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়ের বড় ভাই ছিলেন।
চাঁদ রায় ১৯৫২ সালের ৯ আগস্ট চাকমা রাজপরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পেশাজীবন শুরু শিক্ষকতা দিয়ে। পরে তিনি বিভিন্ন সমাজসেবায় বেসরকারি উন্নয়ন সংস্থায় সম্পৃক্ত ছিলেন।তিনি একাধিক বই ও প্রবন্ধ লিখেছেন। রবিবার (২০ অক্টোবার) বিকেলে রাজদ্বীপ মহাশ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
চাঁদ রায়রে বড় ছেলে কুলদ্বীপ রায় থিম্পু জানান, দীর্ঘদিন ধরে তার বাবা লিভারের সমস্যায় আক্রান্ত ছিলেন। শনিবার চট্টগ্রামের একটি হাসপাতালে রাত ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারা বাবা। রবিবার (২০ অক্টোবার) বিকালে রাজদ্বীপ মহাশশ্মানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
এদিকে রাঙ্গামাটি চাকমা রাজপরিবারের বর্ষীয়ান সদস্য ও বিশিষ্ট সমাজসেবক চাঁদ রায় (কর্ণ) পরলোকগমন করায় গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ। এক শোক বাতায় তিনি বলেন, রাঙ্গামাটি চাকমা রাজপরিবারের বর্ষীয়ান সদস্য ও বিশিষ্ট সমাজসেবক চাঁদ রায় (কর্ণ) ছিলেন দক্ষ একজন সমাজ সেবক ও সদালাপি মানুষ। তার চলে যাওয়া মানে রাঙ্গামাটিবাসী একজন সুন্দর মনের মানুষকে হারানো। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031