
॥ মুহাম্মদ আবু তৈয়ব, খাগড়াছড়ি ॥ পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় দূর্গম পাহাড়ী জনপদে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোন কতৃক সিসক বাড়ী ক্যাম্পের নিকটতম গোকুল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় মানুষ মানুষের জন্য’ এ মানবিক দায়িত্ববোধ থেকেই সেনাবাহিনী পাহাড়ের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন, মাটিরাঙ্গা জোনের রেজিমেন্ট মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা: আশরাফুল ইমাম। ক্যাপ্টেন ডাঃ খোরশেদুল আলম মাসুম এর তত্বাবধানে সকাল ৯টাথেকে শুরু হওয়া দিনব্যাপী স্বাস্থ্য শিবিরে জোনের আওতাধীন মাটিরাঙ্গা সদর ইউনিয়নের সিসকবাড়ি, ওয়াছু, হেডম্যানপাড়া এলাকার দুর্গম এলাকার ২২৬জন এর মধ্যে পাহাড়ী ২১৫জন বাঙালী ১১জন দুস্থ ও অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ও ঔষধ প্রদান করা হয়।