লংগদুতে বন্যহাতির আক্রমনে পাহাড়ী মহিলা নিহত

॥ লংগদু প্রতিনিধি ॥ লংগদু উপজেলার ভাসাইন্যদম ইউনিয়নের খাগড়াছড়ি গ্রামে বন্যহাতির আক্রমণে করুনা চাকমা(৩২) নামে এক মহিলা নিহত হয়েছে।
এলাকাবাসী ও নিহত করুনা চাকমার স্বামী নন্দ কুমার চাকমা জানায়, শুক্রবার, আমরা স্বামী-স্ত্রী দুইজনেই নিজ ঘরে ঘুমাচ্ছিলাম। ভোর রাতে হঠাৎ একটি বন্যহাতি বসত ঘর ভাংচুর করা শুরু করে। এসময় আমরা দুইজনই বাচার জন্য পালানোর চেষ্টা করি। আমি পালাতে পারলেও আমরা স্ত্রী করুনা হাতির কবলে পড়ে যায়।
বন্যহাতির এলোপাতাড়ি আক্রমে সে মারাত্বকভাবে আহত হয়। তার পিটে ও কোমরে প্রচন্ড আঘাত লাগে।
পরে তাকে উদ্ধার করে শনিবার সকাল নয়টায় লংগদু উপজেলা সদর হাসপাতালে আনাহলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফকরুল হাসান করুনা চাকমাকে মৃত ঘোষনা করেন।
ভাসাইন্যাদম ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ বাবুল ঘটনার সত্যতা নিশ্বিত করেছেন।
লংগদু থানা এস আই মোঃ দুলাল পিপি জানায়, এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031