পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার না হলে আগামী নির্বাচনে এর প্রভাব পড়বে –দীপংকর তালুকদার

॥ নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুদার বলেন পাহাড়ে এখনোও অবৈধ অস্ত্র রয়েছে, তাই এই সব অবৈধ অস্ত্র উদ্ধার না হলে আগামী নির্বাচনে এর প্রভাব পড়বে,দীপংকর তালুকদার যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আবারোও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় পাঠানোর জন্য আহ্বান জানান।
তিনি গতকাল রবিবার কাপ্তাই উপজেলা ২নং রাইখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে বাংলাদেশ যুবলীগের ৪৫ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।রাইখালী রিফুজি পাড়া সরকারি স্কুল সংলগ্ন মাঠে রাইখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব সেন লাতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাছির এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাঙ্গামাটি জেলার সভাপতি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের রাঙ্গামাটি জেলার সাংগঠনিক সম্পাদক মফিজুল হক,কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইচাইন চৌধুরী, সাধারণ সম্পাদক থোয়াইচিং মারমা,রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মংক্য মারমা,সাধারণ সম্পাদক ইউছূপ তালুকদার,জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকী এবং সাংগঠনিক সম্পাদক- শেখ মোহাম্মদ নাছের।
এর আগে একটি বনাঢ়্য রেলী রাইখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। সবশেষে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031