॥ বিশেষ প্রতিবেদক ॥ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ আন্তর্জাতিক মহলের মানবতার ভড় উঠেছে শীর্ষক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গত ২৫ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে জাকজমক এর সাথে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতা ও সংবাদপত্রের পথিকৃৎ এবং শ্রেষ্ঠ মানবাধিকার সংগঠক হিসাবে দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, মানবাধিকার সংগঠনের উপদেষ্ঠা/অভিভাবক আলহাজ্ব এ,কে,এম মকছুদ আহমেদকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। শারীরিক অসুস্থতার কারণে তিনি (সম্পাদক) স্ব শরীরে উপস্থিত না থাকায় তার পক্ষে ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সাংবাদিক এম,কে মোমিন গুনীজন সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন। উল্লেখ্য যে, সম্মাননা ক্রেষ্ট অর্জনকারী সংবাদপত্রের পথিকৃত আলহাজ্ব এ,কে,এম মকছুদ আহমেদ ইতিপূর্বে পার্বত্য চট্টগ্রামে শান্তি পক্রিয়া বিশেষ অবদান রাখার জন্য মাদার তেরেসা পুরস্কার ও আন্তর্জাতিক ভাবে এবং দেশের বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন স্থান থেকে অনেক সম্মাননা পেয়েছেন এবং সংবর্ধিত হয়েছেন।