নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি: “বদলে দেবার সময় এখন, গ্রাম শহরের নারীর জীবন”এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নওগাঁ পিটিআই চত্বরের সামনে থেকে সুজন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরামের আহবায়ক মাহমুদুন নবী বেলালের নেতৃত্বে বর্ন্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পিটিআই চত্বরে এসে শেষ হয় এবং আন্তর্জাতিক নারী দিবসের উপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা ও জেলা পরিষদের মহিলা মেম্বার পারভীন আকতার, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুজন নওগাঁ জেলা কমিটির সহ-সভাপতি ডলী আজাদ, লায়লা আরজুমান, আসমাউল হুসনা আবজু, সুসমা আক্তার সাথী, সহ-সা: সম্পাদক জান্নাতুল ফেরদৌস মুন্নি, মরিয়ম আক্তার, দপ্তর সম্পাদক হাসান আলী, অর্থ সম্পাদক মনোয়ার হোসেন, সহ দপ্তর সম্পাদক বিশ্বজিত, সাংস্কৃতিক সম্পাদক সেলিনা আক্তার লাইজু, মুন্নি শর্মা সহ প্রমুখ। উল্লেখ্য বিশ্ব নারী দিবসটি পালনের পেছনে রয়েছে অনন্য এক ইতিহাস । ১৮৫৭ সালের ৮ মার্চ আমেরিকার নিউইয়র্ক শহরে একটি সূচ কারখানার মহিলা শ্রমিকগণ কর্মক্ষেত্রে মানবেতর জীবন ও ১২ ঘন্টা কর্মদিবসের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তাদের উপর নেমে আসে পুলিশি নির্যাতন । ১৮৬০ সালে ঐ কারাখানার মহিলা শ্রমিকেরা ‘‘মহিলা শ্রমিক ইউনিয়ন’’ গঠন করে সাংগঠনিক ভাবে আন্দোলন চালিয়ে যেতে থাকেন । ১৯০৮সালে ১৫০০০ নারী কর্ম ঘন্টা,ভাল বেতন ও ভোট দেওয়ার অধিকার দাবি নিয়ে নিউইয়র্ক সিটিতে মিছিল করে। পরবর্তীতে ১৯১০ সালের ৮ মার্চ কোপেনহেগেন শহরে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক নারী সম্মেলনে জার্মানির মহিলা নেত্রী কারা জেটকিন ৮ মার্চকে ‘‘আন্তজাতিক নারী দিবস’’ঘোষণা করেছিলেন। ১৯১১ সালে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৮ মার্চ ‘‘আন্তর্জাতিক নারী দিবস’’পালন করা হয়। ১৯৮৫ সালে ৮ মার্চ জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশে প্রথম ১৯৯১ সালে এই দিবসটি পালন করা হয় ।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া জুলাই এর গণঅভূত্থানে ছাত্র জনতার রক্তদান এবং অসংখ্যজনের পঙ্গুত্ব বরণের মধ্যদিয়ে আমরা নতুন দেশ পেলাম —–প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031