সুস্বাস্থ্য ও জীবন মানের উন্নয়নের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতের বিকল্প নেই—ড. মাহফুজুল হক

ভোক্তারা সর্বত্র দূর্ভোগের শিকার। বিদ্যুৎ, নিরাপদ পানি, শহরগুলোতে হাঁটার অধিকারসহ নাগরিক অধিকার বিঘিœত। সকল ক্ষেত্রে বিশেষত পাবলিক পণ্য ও প্রাইভেট পণ্য দ্রব্যাদির সেবা গ্রহণে অত্যধিক সচেতনতা ও ইতিবাচক সংস্কৃতির প্রচলন নিশ্চিত করতে হবে। কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ (সিআরবি)’র উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদ্যাপনকল্পে অদ্য ১৫ মার্চ ২০১৮ইং চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)’র উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন। সিআরবি’র কেন্দ্রীয় মহাসচিব নক্শাবিদ কেজিএম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নূকম আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন প্যানেল মেয়র ও নারী নেত্রী রেখা আলম চৌধুরী। ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিলের সদস্য সাংবাদিক মঈনুদ্দীন কাদেরী শওকত, ফুলকলি’র জিএম এম এ সবুর, সমাজকর্মী নোমান উল্লাহ বাহার, ভোক্তা অধিকার এক্টিবিষ্ট যথাক্রমে রোকসানা আকতারুনবী, শিল্পী মাহমুদ, কানিজ ফাতেমা, ফেরদৌস আলী, মোঃ ইসলাম, এম আশরাফ, মোঃ খলিলুর রহমান, মোঃ নাছির উদ্দিন, উৎপল কুমার দাশ, মেজবাহ উদ্দিন চৌধুরী, সৈয়দ ইয়াসির সামিত প্রমুখ।
অনুষ্ঠানে অধ্যাপক ড. নূকম আকবর হোসেন বলেন, ভোক্তা অধিকার নিশ্চিত করতে ভোক্তাদের সচেতনতা ও আইনের প্রয়োগ একান্ত জরুরী। এ লক্ষ্য অর্জনের জন্য চাই কার্যকর শিক্ষা, এর সাথে তথ্য সরবরাহ ও প্রাপ্তি। আবার তথ্য যখন ডিজিটাল পদ্ধতিতে প্রবাহিত হবে ও ছড়িয়ে পড়বে তখন উৎপাদনকারী ও ভোক্তার মধ্যকার আস্থা বাড়বে, তাতে কমবে ভেজাল করার প্রবণতা। তবে যেভাবেই হোক সুন্দর ও নিশ্চিত আগামীর জন্য ভেজাল মুক্ত নিরাপদ খাদ্য ও সেবা নিশ্চিতের বিকল্প নেই। অনুষ্ঠানে কনজুমার এ্যাওয়ার্ড ২০১৮ প্রদান উপলক্ষ্যে তিন জন পেশাজীবী ও সিআরবি’র দু’টি সাংগঠনিক শাখাকে সম্মাননা স্মারক দেয়া হয়। সাংবাদিকতায় দৈনিক আজাদীর রিপোর্টার ঋত্বিক নয়ন, চিকিৎসা ক্ষেত্রে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. নূরানী সুলতানা (নিরু), সুইফ নারী উদ্যোক্তা আফরোজা সুলতানা পূর্ণিমা ও শ্রেষ্ঠ ওয়ার্ড শাখা পুরস্কার লাভ করেন চট্টগ্রাম ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের পক্ষে মোঃ শাহজাহান এবং মোহাম্মদ আলী ও শ্রেষ্ঠ জেলা শাখা হিসেবে টাঙ্গাইল জেলার পক্ষে মোঃ আদিল হোসেন (দরবেশ) আলীকে পুরস্কৃত করা হয়। আলোচনার প্রারম্ভে নিউ মার্কেট চত্বর থেকে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সিআরবি’র মহাসচিব নকশাবিদ কেজিএম সবুজ বলেন, বাংলাদেশে ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের জন্য ভোক্তা অধিকার মন্ত্রণালয় প্রতিষ্ঠা সময়ে দাবি। তিনি এসময় তৃণমূল পর্যায়ে ভোক্তা অধিকার আন্দোলন ছড়িয়ে দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন, খাদ্যে ভেজাল সংমিশ্রণের কারণে চিকিৎসা ব্যয় বহুগুণ বৃদ্ধির পাশাপাশি জীবন হানি ঘটছে। সুস্বাস্থ্য ও জীবন মানের উন্নয়নের জন্য প্রাকৃতিক কৃষি উৎপাদন ব্যবস্থার মাধ্যমে সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতের বিকল্প নেই।

পার্বত্য অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদের স্বরণে নাগরিক শোকসভা :  পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি প্রবীন সাংবাদিককে মরনোত্তর রাষ্ট্রীয় পদকে ভুষিত করার দাবী

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031