চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসকের সাথে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের মত বিনিময়

চট্টগ্রাম জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ ইলিয়াছ হোসেনের সাথে গত ১৩ মার্চ বেলা ২টায় বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিমের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক এড অশোক কুমার দাশ, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সহ সভাপতি ডাঃ মোঃ জামাল উদ্দীন, সাংগাঠনিক আসিফ ইকবাল, আইনবিষয়ক সম্পাদক এড. টিপুশীল জয়দেব, এড. শ্যামল চৌধুরী, এড. আশীর্বাদ বিশ্বাস, আবৃত্তিকার সেলিম ভূইয়া, রাশেদ মাহমুদ পিয়াস, মোঃ হাসান প্রমুখ। এসময় নেতৃবৃন্দরা চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক মোঃ ইলিয়াছ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।
বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের পক্ষ থেকে চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসককে জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত আতœজীবনীও উপহার দেওয়া হয়। এ সময় সংক্ষিপ্ত মতবিনিময় সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ ইলিয়াছ হোসেন চট্টগ্রামের উন্নয়নে সরকারের পাশাপাশি জনগণকেও কাজ করার আহবান জানান। জনগণের সচেতনতা সৃষ্টির মাঝে উন্নয়ন কর্মকান্ড আরো বেগবান হবে। এসময় নেতৃবৃন্দরা চট্টগ্রামের সরকারি স্কুল কলেজের বার্ষিক বিভিন্ন পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত আতœজীবনী, কারাগারের রোজনামচা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনীগ্রন্ত সহ মুক্তিযুদ্ধের সঠিক তথ্য এবং ইতিহাস সম্বলিত বইগুলো পুরষ্কার হিসেবে প্রদান করার অনুরোধ করা হয়।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930