হলি ক্রিসেন্ট হাসপাতালকে করোনা ভাইরাস হাসপাতালে উন্নীত করণে সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ. জ. ম. নাছির উদ্দীন বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারিতে পরিণত হয়েছে। যাকে শুধুমাত্র সূদৃঢ় মনোবলে আতংক ও ভয়কে জয় করার মানসিকতায় আমরা অবশ্যই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হব। তিনি হলি ক্রিসেন্ট হাসপাতালকে একটি করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসাসেবায় পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করার জন্য প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, চসিক, জেলা প্রশাসন এবং সরকারি সেবা প্রতিষ্ঠান ও সংস্থা সব ধরনের লজিষ্টি সাপোর্ট দেবে। তিনি আরো বলেন, করোনা বিরোধী যুদ্ধে চিকিৎসকরা ভ্যানগার্ড। তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সরকার প্রধান শেখ হাসিনা তাদের অবশ্যই মূল্যায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। আজ রোববার অপরাহ্নে চসিক কনফারেন্স হলে নগরীর জাকির হোসেন রোডস্থ হলি ক্রিসেন্ট হাসপাতালকে করোনা ভাইরাস হাসপাতালে উন্নীতকরণ কার্যক্রম বিষয়ে সমন্বয় সভায় এসব কথা বলেন। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ২৫ শে এপ্রিল এই হাসপালটি আনুষ্ঠানিকভাবে চালু করা যাবে। সমন্বয় সভায় চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সালেহ আহমদ চৌধুরী,চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একে এম ফজলুল্লাহ, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, মেডিকেল কলেজ ও হাসপাতালের পরচালক ব্রি.জেনারেল ডা. এস এম হুমায়ুন কবির, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, এডিসি জেনারেল মো. কামাল হোসেন, প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. লেয়াকত আলী খান, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা.ফজলে রাব্বি, কর্ণফুলী গ্যাস লি. এর উপ মহাব্যবস্থাপক নুরুল আজাদ, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক অসিম কুমার নাথ, চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রককৌশলী মাকসুদ আলম, চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে প্রধান প্রকৌশলী মো. মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, সামশুল আলম, বিএমএ সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়–য়া, এন এস আই উপ পরিচালক এস এম আলমাস হোসাইন, চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সফিকুল মান্নান সিদ্দিকী, ডা. মো. ইউসুফ, ডা. এ টি এম রেজাউল করিম, ডা. সুলতান মাহমুদ, হলি হেলথ হাসপাতালের ডা. এম এ কাশেম, ডা. মো. ইউসুফ, চসিক তত্বাবধায়ক প্রকৌশলী সুদিপ বসাক, প্রকৌশলী ঝুলন কুমার দাশ, ডা. জয় শর্মা প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনকে আহবায়ক এবং প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. লেয়াকত আলী খানকে সদস্য সচিব ও ডা. সেলিম আকতার চৌধুরী,ডা.অসিম কুমার নাথ, বিএমএ সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, ডা. মো. আবুল কাশেম সহ চট্টগ্রামের প্রত্যেক সেবদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সদস্য হিসেবে অন্তভূক্ত করে একটি কমিটি গঠণ করা হয়। এস আলম গ্রুপ এর পিপিই হস্তান্তর :- এস আলম গ্রুপ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে স্বাস্থ্য বিভাগে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী ও পরিচ্ছন্ন কর্মীদের জন্য ২ হাজার পিস পিপিই দিয়েছেন। আজ রবিবার সকালে চসিক সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীনের হাতে এই পিপিই হস্তান্তর করেন। পিপিই গ্রহণ করে মেয়র বলেন, নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় চিকিৎসকরা হলেন ফ্রন্ট লাইন ফাইটার। তাদের সুরক্ষার জন্য পিপিই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান । যার সংকট বিশ্বজুড়ে। এই সময়ে এস আলম গ্রুপ পিপিই সরবরাহ করে যে আর্তমানবতায় সেবায় এগিয়ে এসেছেন তার জন্য তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ সহ সংশ্লিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন অতিতেও এই গ্রুপের কর্ণধারের এই ধরনের অনেক সহযোগিতা করে অবদান রেখেছেন। মেয়র ভবিষ্যতেও এই ধরনের মানবিক সাহায্য অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন। মেযর এস আলম গ্রুপের ন্যায় অন্যান্য কর্পোরেট হাউজগুলোকে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান। এসময় চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সালেহ আহমদ চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, তত্বাবধায়ক প্রকৌশলী সুদিপ বসাক, ঝুলন কুমার দাশ,্ এস আলম গ্রুপের চেয়ারম্যানের পক্ষে তাঁর একান্ত সচিব ও ফাষ্ট সিকিউরিটি ব্যাংকের ভিপি মো.আকিজ উদ্দিন, কর্মকর্তা মিল্টন চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

পার্বত্য অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদের স্বরণে নাগরিক শোকসভা :  পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি প্রবীন সাংবাদিককে মরনোত্তর রাষ্ট্রীয় পদকে ভুষিত করার দাবী

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031