রাঙ্গামাটিতে করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু, নতুন করে আরও ৩ জন সহ মোট করোনায় আক্রান্ত ৬১ জন

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥ রাঙ্গামাটির কাপ্তাইয়ের রাইখালীতে করোনা উপসর্গ নিয়ে এক ব্রাদারের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে রাইখালী নিজ বাসভবনে তার মৃত্যু হয়। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। গতরাতে ৬ জনের নমুনা রিপোর্ট রাঙ্গামাটিতে এসে পৌছালে রাঙ্গামাটির এক নার্স, কাউখালীর ১ জন ও লংগদু উপজেলার ১ জন সহ মোট ৩ পজেটিভ এসেছে। এখনো পর্যন্ত রাঙ্গামাটি জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৬১ জন। রাঙ্গামাটি জেলায় মোট আইসোলেশনে আছে ৯ জন বলে জানিয়েছেন রাঙ্গামাটির করোনার ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল।
ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ১০ জনকে সুস্থ বলে ঘোষণা দিয়েছে। তাবে তাদেরকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ প্রদান করা হয়েছে।
সোমবার সকাল পর্যন্ত রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে চট্টগ্রামে পরীক্ষার জন্য মোট নমুনা প্রেরণ ১০১৮ এর মধ্যে নমুনা সংগ্রহ ৮৩৮ জনের। রিপোর্ট বাকী রয়েছে ১৮০ জনের। রাঙ্গামাটিতে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১০জন।
এছাড়া রাঙ্গামাটি জেলায় এ পর্যন্ত কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েচে ২৮৭৮ জনের। তার মধ্যে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলো ৯৬৪ জন এবং হোক কোয়ারেন্টাইনে ছিলো ১৯১৪ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র পেয়েছে ২৩৬ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে ৫৪২ জন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30