
॥ মাটিরাঙ্গা প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ১৭২টি মসজিদে ৫ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (৩১ মে) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চেক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
এসময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্ত দাশ‘র সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চেক বিতরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ হারুনুর রশীদ ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মোঃ শহীদুল ইসলাম সোহাগ অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন।
চেক বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সকলকে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, করোনা ভাইরাস সারাদেশে ছড়িয়ে পড়েছে। এই থেকে আমাদের প্রিয় মাটিরাঙ্গা উপজেলাও মুক্ত নেই। ইতোমধ্যে মাটিরাঙ্গায় তিন জনের কনোরা ভাইরাস শনাক্ত হয়েছে। যদিও তারা সুস্থ ও ভালো আছেন। তবুও আমাদের সবাইকে সচেতনতার মাধ্যমে সুস্থ থাকতে হবে।
তিনি আরো বলেন, করোনা ভাইরাসের সংক্রমণে দেশের মসজিদগুলো আর্থিক সঙ্কটে পড়েছে বলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের পাশাপাশি মসজিদগুলোর পাশে দাঁড়িয়েছে। আর মসজিদ থেকেই সাধারণ মানুষের বুঝিয়ে সচেতনতা ছড়িয়ে দিতে হবে।
যদিও করোনা ভাইরাস শুরু থেকেই প্রশাসন সকলকে সাথে নিয়ে মাটিরাঙ্গার মানুষকে নিরাপদ রাখতে মাঠে থেকেই কাজ করে যাচ্ছে। তিনি সকলকে নিজেদের সুরক্ষায় অপ্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ারও আহবান জানান।
পরে মাটিরাঙ্গা উপজেলার ১‘শ ৭২টি মসজিদের সভাপতি ও সম্পাদকের হাতে প্রধানমন্ত্রী ঘোষিত ৫ হাজার টাকার চেক বিতরণ করেন অতিথিরা।