৮ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দের পরও : মিরসরাইয়ের চাঁদপুর গোভনীয়া সড়ক এক দূর্ভোগের জনপদ নামে খ্যাত!

॥ মীরসরাই প্রতিনিধি ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংযুক্ত মীরসরাই পৌরসদর এলাকার চাঁদপুর গোভনীয়া সড়কটি এখন দূর্ভোগের জনপদ নামে খ্যাত হয়েছে। ফটিকছড়ির নারায়ণহাট থেকে আসা এই সড়কটি মীরসরাই উপজেলা সদর ভেদ করে পশ্চিম দিকে প্রায় উপকূলিয় এলাক পর্যন্ত চাঁদপুর গোভনীয় সড়কটি বিস্তৃতি।
মীরসরাই সদর থেকে পশ্চিম দিকে উক্ত সড়কের মেরামতের জন্য ০৮ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ হলেও কোন অদৃশ্য কারণে ঠিকাদার সড়কটির কাজ না করাতে দীর্ঘদিন থেকে এই ব্যাস্ততম সড়কটিতে এত বেশি গভীর খানা খন্দকের সৃষ্টি হয়েছে যার ফলে যানবাহন চলাচল এবং এলাকার সাধারণ যাত্রীদের পাঁয়ে হেটে চলাচল একবারেই দুরূহ হয়ে পড়েছে। বর্তমানে এই চরম দূর্ভোগের জনপদ দিয়ে উপকূল থেকে কৃষকদের পণ্যদব্য এবং মৎসাদি ও মুমুস্য রুগী বিশেষ করে সন্তান সম্ভবা কোন মা এ রাস্তা দিয়ে চলাচল খুবই ঝুঁকিপূর্ণ।
এদিকে ফটিকছড়ি থেকেও এই সড়ক দিয়েও বিভিন্ন পণ্য মীরসরাই সদরে আসে। বিশেষ করে মীরসরাই সদর থেকে প্রায় ৩/৪ কিলোমিটার পশ্চিম দিকে চাঁদপুর সড়ক চলাচলের সম্পূর্ণ অনুপোযাগী হয়ে পড়েছে। এতে যানবাহনের যেমন কষ্ট যাত্রীদেরও চরম দূর্ভোগ। দীর্ঘদিন থেকে বরাদ্দকৃত সড়কের জন্য নির্মাণ কাজের আদেশ পাওয়ার পরও চাঁদপুর গোভনীয়া সড়কের দূর্ভোগের শিকার এলাকাবাসী খুবই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করছে। এই দিকে মীরসরাই সদর থেকে পানি নিস্কাসনের জন্য পৌরসভার যেই ড্রেন নির্মাণ কাজ তাও খুবই মন্তরগতিতে চলছে। যার ফলে ড্রেনের পাশে দিয়ে বসতঘর এখন ভেঙে পড়ছে। ড্রেন নির্মাণের খুবই হতদরিদ্র পরিবারের লোকদের দুরাবস্থা দেখে পথচারীরা আতকে উঠছে। কবে নাগাত এই ড্রেনের কাজ শেষ হবে এবং এই সড়ক মেরামত হবে তার কোন হদিশ নেই।
মীরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন এ প্রতিনিধিকে ফোনে জানান, চাঁদপুর গোভনীয়া ঢালার সড়কের কাজ অচিরেই সম্পন্ন হবে, বৃষ্টি জনিত কারণে জনগণের দূর্ভোগের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930