কাপ্তাই লেকে পানি বৃদ্ধি : ১৬টি স্পিল দিয়ে ২ ফুট হারে ছাড়া হচ্ছে পানি

॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥ কাপ্তাই, রাঙ্গামাটি ও আশপাশে ২২ ও ২৩ জুলাই টানা মাঝারী ও থেকে ভারী বৃষ্টিপাত হয়। এর সাথে যোগ হয় পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানি। এর ফলে কাপ্তাই লেকে পানি অস্বাভাবিক হারে বেড়ে যায়। পানি বৃদ্ধির ফলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ লেক থেকে পানি ছাড়ার সিদ্ধান্ত নেয়। ২৩ জুলাই সকাল ৮টা থেকে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিল দিয়ে ২ ফুট হারে পানি ছাড়া হয় বলে কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে।  বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ আবদুর রহমান কাপ্তাই লেক থেকে পানি ছাড়ার তথ্য নিশ্চিত করে বলেন, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী ২৩ জুলাই লেকে পানি থাকার কথা ৮৭.৫২ ফুট মীন সী লেভেল (এমএসএল)। কিন্তু লেকে পানি রয়েছে ১০৫.৩৯ ফুট এমএসএল। প্রয়োজনের চেয়ে লেকে ১৮ ফুট পানি বেশি রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকার পাশাপাশি পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানি লেকে প্রতিনিয়ত জমা হচ্ছে। এতে কাপ্তাই লেক তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে বিভিন্ন এলাকা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে কাপ্তাই লেক থেকে পানি ছাড়া শুরু হয়। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পানি ছাড়া অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এদিকে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৪টি সচল রয়েছে বলে কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে। এই ৪টি ইউনিট থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে বলে কন্ট্রোল রুম জানায়। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রীডে সঞ্চালন করা হচ্ছে। কাপ্তাই ও রাঙ্গামাটিসহ পার্বত্য এলাকায় সোমবারও ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হাতে পারে বলে আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031