প্রতিটি জনবসতিতে নানাবিধ বৈষম্য বিরাজমান : বিশ্ব বসতি দিবসে —মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শহর এবং গ্রামের প্রতিটি জনবসতিতে নানাবিধ সমস্যা ও বৈষম্য বিরাজমান। মানব উন্নয়নের মাপকাঠি বিবেচনায় দেশের সর্বত্র সবার জন্য পরিকল্পিত, স্বাস্থ্যকর ও নিরাপদ আবাসন মৌলিক অধিকারের অংশ। তিনি বলেন, প্রাকৃতিক দূর্যোগ সহ নানাবিধ কারনে বাসস্থান হারানো মানুষের সংখ্যা বেড়ে যায়। তারা শহরের বস্তি এবং নি¤œ আয়ের অঞ্চলে আশ্রয় গ্রহণ করে। দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে সাধারন মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ফলে দারিদ্রের হার ধীরে ধীরে কমছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনকল্যাণমূখি কার্যক্রমের কারনে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। মৌলিক অধিকার বাসস্থানের জন্য সরকারের পাশাপাশি ভুক্তভোগীদেরকেও জীবনমান উন্নয়নে সজাগ ও সচেতন হতে হবে। বিশ্ব বসতি দিবস-২০১৭ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর যৌথ উদ্যোগে ৫ অক্টোবর ২০১৭ খ্রি. সকালে নগরভবনের বঙ্গবন্ধু চত্বর থেকে র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেয়র বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে মেয়র এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আবুল হোসেন। তিনি র‌্যালীও উদ্বোধন করেন। এতে আলোচনা করেন প্রধান স্থপতি এ কে এম রেজাউল করিম, ইউএনডিপি’র টাউন ম্যানেজার ড. সোহেল ইকবাল, ব্র্যাক এর আঞ্চলিক সমন্বয়কারী মো. শামীম আল মামুন, অফিসার মো. রশিদুল ইসলাম সহ অন্যরা। র‌্যালী ও আলোচনা সভায় নানা শ্রেনী ও পেশার নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া জুলাই এর গণঅভূত্থানে ছাত্র জনতার রক্তদান এবং অসংখ্যজনের পঙ্গুত্ব বরণের মধ্যদিয়ে আমরা নতুন দেশ পেলাম —–প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031