মহিউদ্দিন চৌধুরী’র স্মৃতি ও সত্তাকে বাঁচিয়ে রাখতে হবে–সিটি মেয়র

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা চট্টলবীর আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী স্মরণে আগামী ১৪ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৩টায় জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিতব্য শোকসভাকে সফল করার লক্ষ্যে আজ বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতির ভাষণে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বাতিঘর। সারা বাংলাদেশে সাংগঠনিক কর্মকা-ে তিনি চট্টগ্রাম দুর্বিনীত দুঃসময়ে মহানগর আওয়ামী লীগকে এগিয়ে রেখেছিলেন। তাই তাঁর শোকসভা আমাদের আত্মপ্রত্যয়ের অবলম্বন হিসেবে আয়োজন করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই। সংগঠনের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন, প্রয়াত জননেতা এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী মহানগর আওয়ামী লীগের প্রাণ প্রবাহ। তাঁর স্মৃতি ও সত্তাকে বাঁচিয়ে রাখতে পারলে সংগঠন শক্তিশালী হবে। আগামী সাধারণ নির্বাচনে চট্টগ্রাম মহানগরীর ৬টি সংসদীয় আসন শেখ হাসিনাকে উপহার দিতে পারলে প্রয়াত নেতা মহিউদ্দিন ভাইয়ের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভভ হবে। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ হচ্ছে- ১৪ ফেব্রুয়ারি বুধবার বিকেলে ৩টার আগে ওয়ার্ড ও থানা থেকে জিইসি কনভেনশন হলে ব্যানারসহ উপস্থিতি ও অনুষ্ঠানস্থলে স্থাপিত মহিউদ্দিন চৌধুরী’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ২০ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসে ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডে বিকেল ৩টায় একযোগে আলোচনা সভা, ২২ থেকে ২৮ ফেব্রুয়ারি মহানগর আওয়ামী লীগের আওতাধীন ১৫টি থানায় অনুরূপ কর্মসূচি পালন। সভায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদ্য সমাপ্ত নির্বাচনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দিত করা হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুখের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুমার সরকার, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ. রশীদ, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, এনামুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, সৈয়দ হাসান মাহমুদ শমসের, এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মোহাম্মদ হোসেন, মানস রক্ষিত, আবু তাহের, দিদারুল আলম চৌধুরী, ডাঃ ফয়সাল ইকবাল চৌধুরী, শহীদুল আলম, জহর লাল হাজালী, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনজুমান আরা চৌধুরী আনজী, মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান, মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, দিদারুল আলমম, স্বেচ্ছাসেবক লীগের কে.বি.এম শাহজাহান, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি সহ নির্বাহী কমিটির সদস্য, ৪৪টি সাংগঠনিক কমিটি ১৫টি থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া জুলাই এর গণঅভূত্থানে ছাত্র জনতার রক্তদান এবং অসংখ্যজনের পঙ্গুত্ব বরণের মধ্যদিয়ে আমরা নতুন দেশ পেলাম —–প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031