রাঙ্গামাটি : সাজেকে ইউপিডিএফ’র ৩ কর্মীকে গুলি করে হত্যা

মোঃজুয়েল, বাঘাইছড়ি(রাঙ্গামাটি): রাঙ্গামাটির  বাঘাইছড়ি উপজেলা সাজেক থানার অন্তর্গত বাঘাইহাটের করল্যাছড়ি এলাকায় ইউপিডিএফ’র তিন কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  সোমবার (২৮ মে) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইউপিডিএফ’র সাজেক ইউনিটের সদস্য অটল চাকমা ও স্মৃতি চাকমা ইউপিডিএফ সমর্থিত গনতান্ত্রিক যুব ফোরামের নেতা সঞ্জীব চাকমা । এসময় আরেক সদস্য কানন চাকমা গুরুতর আহত হয়।

স্থানীয় সুত্রে জানাযায়, সোমবার  ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ করল্যাছড়ির বেজাইল্লা কার্বারীর বাসার পাসের রাস্তায় হঠাৎ গুলাগুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা এসময় থেমে থেমে ২০মিনিট মত গুলির শব্দ শুনা যায় । এসময় ঘটনাস্থলেই ৩জন নিহত হয়।

এ ঘটনার জন্য প্রতিপক্ষ জেএসএস(এমএন লারমা) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক)কে দায়ী করে ইউপিডিএফ’র সাজেক ও বাঘাইছড়ি ইউনিটের সংগঠক জুয়েল চাকমা বলেন, ভোরে এই দুই সংগঠনের একদল সশস্ত্র ক্যাডার একটি বাসায় একসঙ্গে অবস্থান করা আমাদের কর্মীদের ওপর হামলা চালায়, সেসময় তারা গুলি করে আমাদের সংগঠনের তিনজনকে হত্যা করেছে।

তবে ইউপিডিএফ’র এই অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ(গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় কমিটির সদস্য তজিম চাকমা বলেন, এই ঘটনার সাতে কোনোভাবেই ইউপিডিএফ (গণতান্ত্রিক) জড়িত নয় গত দুই দিন আগে তাদের অভ্যন্তরীন কোন্দলের জেরে রুবেল চাকমা নামে একজন বেরিয়ে আসে ঐ সময় তার সাথে আরও কয়েকজন বেরিয়ে আসতে চেয়েছিল তখন তারা আসতে পারেনি এবং বর্তমানে তাদের রাজনৈতিক কর্মখান্ড দেউলিয়া হয়ে যাওয়ায় প্রতিনিয়ত তাদের মধ্যে অভ্যন্তরীন কোন্দল চলছে আর এই কোন্দলের কারনেই এই হত্যাখান্ড ঘটতে পারে।

এবিসয়ে সাজেক থানার অফিসার ইনচার্জ নুরুল আনোয়ার বলেন,  সোমবার ভোরে করল্যাছড়ি এলাকায় দুইটি আঞ্চলীক দলের গুলাগুলিতে নিহত তিনজনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করার ব্যবস্থা চলছে। নিহত তিনজনেই ইউপিডিএফ’র সদস্য বলে জানাযায়।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031