ম্যাক্স হাসপাতালে চিকিৎসা শেষে : সবার দোয়া ও ভালোবাসায় বাড়ি ফিরেছেন দৈনিক : গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ

॥ নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের চারণ সাংবাদিক সংবাদপত্রের প্রথিকৃত দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ সবার দোয়ায় সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন।
তিনি গত গতকাল (২৯ আগষ্ট) বুধবার রাত সাড়ে ৯ টার দিকে নিজ বাস ভবনে দ্বিতীয় বারের মতো হার্ট স্ট্রোক করে মাথা ঘুরে পড়ে গিয়ে মাথায় ও নাকে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। পরের দিন তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
গতকাল ২ সেপ্টেম্বর চিকিৎসা শেষে দুপুরের রাঙ্গামাটিস্থ তার নিজ বাড়ীতে ফিরে এসেছেন। অসুস্থ অবস্থায় তার জন্য দোয়া করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, আমার অসুস্থের কথা শুনে অনেকেই আমার রোগমুক্তির কামনায় মসজিদে মসজিদে দোয়া করেছেন অনেকেই নামাজ পড়তে গিয়ে আমার জন্য সুস্থতা কামনায় সৃষ্টকতার নিকট দোয়া চেয়েছেন এবং বিভিন্ন পত্র-পত্রিকা ও গণমাধ্যমে আমার অসুস্থতার সংবাদ প্রকাশ করেছেন। অনেকেই আবার আমার অসুস্থতার কথা শুনে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ছুটে গিয়েছেন এবং আত্মীয়-স্বজন ও বিভিন্ন সংগঠন আমার খোঁজ খবর নিয়েছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অন্যদিকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তির হওয়ার সাথে সাথে ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকগণ আমার দ্রুত রোগ মুক্তির জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সার্বক্ষণিক আমার খোঁজ খবর রেখেছেন এবং হাসপাতালের নার্স ও বয় আমার সুস্থতার জন্য সেবা করে গেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ জানুয়ারী হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে তাকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয় এবং ১ ফেব্রুয়ারী দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে স্থানান্তর করা হয়। এর ২ দিন পর তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান করা হয়। দীর্ঘ দিন ভালো থাকলেও গত মঙ্গলবার (২৯ আগষ্ট) আবারো তিনি মাথা ঘুরে পড়ে যান এবং মাথায় ও নাকে আঘাতপ্রাপ্ত হন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031