চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে আইসিইউ থেকে সিসিউ কেবিনে স্থানান্তরিত:প্রবীন সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদের রোগ মুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া

॥ নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ প্রবীন সাংবাদিক দৈনিক গিরিদর্পণ ও সাপ্তাহিক বনভূমি’র সম্পাদক-প্রকাশক এ কে এম মকছুদ আহমেদ ম্যাক্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসকদের নির্বিড় পর্যবেক্ষণ ও সবার দোয়ায় আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে শুরু করেছেন।
শুক্রবার (৩১ আগষ্ট) চিকিৎসকদের পর্যবেক্ষণে কিছুটা সুস্থ হয়ে উঠায় সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে তাকে আইসিইউ থেকে সিসিউ কেবিনে স্থানান্তরিত করে চিকিৎসকগণ। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসারত রয়েছেন এবং সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
গত (২৯ আগষ্ট) বুধবার রাত সাড়ে ৯ টার দিকে নিজ বাস ভবনে মাথা ঘুরে পড়ে গিয়ে মাথায় ও নাকে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন এবং নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। প্রথমে রাঙ্গামাটি সদর হাসপাতালে ও পরের দিন চট্টগ্রামে নেয়ার পর তাকে গভীর পর্যবেক্ষণের জন্য ম্যাক্স হাসপাতালে আইসিইউতে রাখা হয়।
(বর্তমানে তিনি ম্যাক্স হাসপাতালের ১০ম তলায় ১০০৪ নম্বর কেবিনে অবস্থান করছেন।)
এদিকে, পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ প্রবীন সাংবাদিক দৈনিক গিরিদর্পণ ও সাপ্তাহিক বনভূমি’র সম্পাদক-প্রকাশক এ কে এম মকছুদ আহমেদের রোগ মুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর রাঙ্গামাটির বিভিন্ন মসজিদে দোয়া করা হয়।
অসুস্থ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদের দ্রুত রোগ মুক্তি কামনায় শুক্রবার জুমার নামাজের পর রিজার্ভ বাজার জামে মসজিদ, কাঁঠালতলি জামে মসজিদ, বনরূপা জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, হযরত আবদুল্লাহ ফকির (রহঃ) জামে মসজিদ, পুরাতন বাস স্টেশন জামে মসজিদ, শান্তিনগর জামে মসজিদ, আমানতবাগ জামে মসজিদ, পুরানপাড়া জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন মসজিদেও মকছুদ আহমেদের রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।
চট্টগ্রাম সংবাদ : দৈনিক গিরিদর্পণের সম্পাদক/প্রকাশক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমদ তাঁর আশু রোগ মুক্তি কামনায় চট্টগ্রামস্থ দৈনিক গিরিদর্পণের ব্যুরো অফিস কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এনামুল হক চৌধুরী মিলাদ মাহফিলসহ মোনাজাত পরিচালনা করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক গিরিদর্পণের চট্টগ্রাম ব্যুরো চীফ এম.কে মোমিনসহ সাংবাদিক শামসুল করিম লাভলু, সরোয়ার চৌধুরী মানিক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির নেতা কাজী মুরাদ মাইজভান্ডারী, মোহাম্মদ হানিফ মাইজভান্ডারী, সেলিম চৌধুরী, মুজিবুর রহমান, সজিব, রাসেল, মো. মুছা খান। দ্রুত তাঁর রোগ মুক্তি কামনায় দৈনিক গিরিদর্পণ পত্রিকার পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি দোয়া কামনা করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে মকছুদ আহমেদের দ্রুত রোগ মুক্তি কামনায় সকলকে দোয়া করার বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ জানুয়ারী হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে তাকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয় এবং ১ ফেব্রুয়ারী দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে স্থানান্তর করা হয়। এর ২ দিন পর তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান করা হয়। দীর্ঘ দিন ভালো থাকলেও গত মঙ্গলবার (২৯ আগষ্ট) ২০১৮ইং আবারো তিনি মাথা ঘুরে পড়ে যান এবং মাথায় ও নাকে আঘাতপ্রাপ্ত হন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031