রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিজেন্ট বোর্ডের ৮ম সভা রাবিপ্রবি’র চলমান ও সম্পাদিত গুরুত্বপূর্ণ স্থাপনা ও উদ্যোগসমূহ তুলে ধরলেন ভাইস-চ্যান্সেলর

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৮ম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাবিপ্রবি’র প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর ও রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ভাইস-চ্যান্সেলর রিজেন্ট বোর্ডের সভার শুরুতে স্বশরীরে উপস্থিত এবং অনলাইনে সংযুক্ত রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্যদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সভার শুরুতে ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান পরবর্তীতে বিগত নয় মাসে রাবিপ্রবি’র চলমান ও ইতোমধ্যে সম্পাদিত গুরুত্বপূর্ণ স্থাপনা ও উদ্যোগসমূহ তুলে ধরেন।
রিজেন্ট বোর্ডের ৮ম সভায় রিজেন্ট বোর্ডের ৭ম সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ; একাডেমিক কাউন্সিলের ১৩তম সভার কার্যবিবরণী অনুমোদন; অর্থ কমিটির ৭ম সভার কার্যবিবরণী অনুমোদন; স্ট্যান্ডিং কমিটির (শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী) সভার কার্যবিবরণী অনুমোদন; শিক্ষক ও কর্মচারীদের আপগ্রেডেশন অনুমোদন; শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরী নিশ্চিতকরণ; প্রণয়নকৃত শিক্ষকদের চাকুরী নিশ্চিতকরণ নীতিমালা-২০২৫, ডিন’স এ্যাওয়ার্ড নীতিমালা-২০২৫, দেশ-বিদেশে সেমিনার/ সিম্পোজিয়াম/ কনফারেন্স/ ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য আর্থিক মঞ্জুরী/ অনুদান প্রদান নীতিমালা (সংশোধিত)-২০২৫, গবেষণা নীতিমালা-২০২৫ অনুমোদন; তদন্ত প্রতিবেদন; বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান সংক্রান্ত; বিভিন্ন বিভাগের পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে অবহিতকরণ; শিক্ষক-কর্মকর্তাদের দায়িত্বরত ছুটি, বহিঃবাংলাদেশ ছুটি ও শিক্ষাছুটি অনুমোদনের বিষয়ে অবহিতকরণ; রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবের গঠনতন্ত্র অনুমোদন এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট খোলার অনুমোদনের বিষয় অবহিতকরণসহ বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য এ এজেন্ডাগুলো নিয়ে আলোচনা হয় এবং আলোচনার ভিত্তিতে অনুমোদন প্রদান করা হয়। এছাড়াও রিজেন্ট বোর্ডের সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা জার্নালে প্রকাশিত হলে উক্ত শিক্ষককে সম্মানী, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রিজেন্ট বোর্ড ৮ম সভায় রিজেন্ট বোর্ডের সন্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর যুগ্ম সচিব (সরকারি মাধ্যমিক অধিশাখা) তরফদার মোঃ আক্তার জামীল, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ গবেষণাগার (বিসিএসআইআর), চট্টগ্রাম এর প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. সাইফুল ইসলাম, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ জাকির হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর্দাথ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. ইউনুছ আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, রাবিপ্রবি’র ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব, রিসটেক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ সাইদুল ইসলাম এবং রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (পারফর্মেন্স, উদ্ভাবন ও সেবা উন্নয়ন অধিশাখা) সচিব জনাব বদরুল হাসান লিটন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (ইনমাস) চট্টগ্রাম-এর পরিচালক ও প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. পবিত্র কুমার ভট্টাচার্য্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিন অনলাইনে সংযুক্ত ছিলেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930