টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজার জেয়ারত করলেন এম. এ. লতিফ এমপি

টুঙ্গিপাড়া থেকে বিশেষ প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন হতে ৩য় বারের মত নির্বাচিত এম. এ. লতিফ এমপি শত শত নেতা-কর্মী নিয়ে গত ৬ জানুয়ারী রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জেয়ারত করেন এবং স্থানীয় নেতা-কর্মীসহ সকলের জন্য মেজবানের আয়োজন করেন। বন্দর-পতেঙ্গা,ইপিজেডের ১৪৩টি ভোট কেন্দ্রের আহবায়ক ও সদস্য সচিববৃন্দ, ১০টি ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ,বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি চট্টগ্রাম, মহিলা আওয়ামী লীগ’র নেতাকর্মী এবং সংসদ সদস্যের নিজ উদ্যোগে গড়া সংগঠন ‘স্বাধীনতা নারী শক্তি’-এর কর্মীরা জেয়ারতে অংশগ্রহণ করেন । এতে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি চট্টগ্রাম এর সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার এম এনামুল হক চৌধুরী। মোনাজাতকালে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত, মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সরকারের আগামী দিনের সাফল্য কামনা করে দোয়া করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ’র শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন ও সাবেক কাউন্সিলর হাজী মোঃ আসলাম, মহিলা কাউন্সিলর ফেরদৌসী আকবর, চিটাগাং চেম্বার পরিচালকদ্বয় এ. কে. এম. আক্তার হোসেন ও মোঃ অহিদ সিরাজ চৌধুরী (স্বপন), মহানগর শ্রমিক লীগ’র সাঃ সম্পাদক মাহাবুবুল আলম চৌধুরী এটলি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জসিম উদ্দিন চৌধুরী, বন্দর সিবিএ’র যুগ্ম সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, লবণ শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক ফারুক মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মোঃ কবির, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মোঃ ইমাম হোসেন, বন্দর থানা আওয়ামী লীগ সভাপতি নুরুল আলম, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ইব্রাহিম, ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র ভারপ্রাপ্ত সভাপতি হোসেন মুরাদ ,সাঃ সম্পাদক আবদুল মান্নান, ৩৬ নং ওয়ার্ড আহবায়ক ইসকান্দার মিয়া, যুগ্ম আহবায়ক সাইফুল আলম চৌধুরী, ৩৮ নং ওয়ার্ড সাঃ সম্পাদক হাজী মোঃ হাসান, ৩৯ নং ওয়ার্ড সাঃ সম্পাদক শফিউল আলম, ইপিজেড থানা আঃ লীগ নেতা সেলিম আফজাল,৪০ নং ওয়ার্ড সভাপতি ও সাবেক কাউন্সিলর হাজী আব্দুল বারেক কোং, সহ-সভাপতি মোহাম্মদ আলী ও সাংগঠনিক সম্পাদক আলী আকবর, যুবলীগ নেতা নজরুল ইসলাম মিন্টু, ৪১ নং ওয়ার্ড সহ-সভাপতি ওয়াহিদুল আলম ও সাবেক সাঃ সম্পাদক জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলমগীর, যুবলীগ’র সভাপতি মাঈনুল ইসলাম ও সাঃ সম্পাদক জামাল উদ্দিন রাজু, ৪০ নং ওয়ার্ড যুবলীগ’র সভাপতি নজরুল ইসলাম , ৩৯ নং ওয়ার্ড যুবলীগ’র সাঃ সম্পাদক সেলিম রেজা, যুগ্ন সম্পাদক ডাঃ জামাল উদ্দিন,নগর ছাত্রলীগ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর সহ স্বাধীনতা নারী শক্তি সংগঠনের নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031