পাহাড়ের উচ্চ শিক্ষিত যুব সমাজ তৈরী করতে সরকার মেডিকেল কলেজ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয় স্থাপন করে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে— দীপংকর তালুকদার

॥ কাউখালী প্রতিনিধি ॥ পাহাড়ের উচ্চ শিক্ষিত যুব সমাজ তৈরী করতে সরকার মেডিকেল কলেজ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয় স্থাপন করে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, পাহাড়ে যারা এই উচ্চ শিক্ষাকে এগিয়ে যাওয়াকে বাধা গ্রস্থ করছে তারা সমাজের কখনোই মঙ্গল চাইতে পাররে না। তিনি বলেন, প্রতিবছর এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত শত শিক্ষিত যুব বের হবে। তাদের মধ্যে অনেকেই এই পার্বত্য অঞ্চলের ছাত্র ছাত্রী। তারা যদি নিজের দায়িত্ব মনে করে তাহলে পাহাড়ের মানুষ আলোকিত হতে আর বেশী সময় লাগবে না।
গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়, নবীণ বরণ ও কৃতিছাত্রীদের সংবর্ধনা অন্ষ্ঠুানে দীপংকর তালুকদার এ কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর্শে মারমার সঞ্চলনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নব কুমার তনচংগ্যার সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, সাবেক কাউখালী উপজেলা চেয়ারম্যান অংচাপ্রু মারমা। উক্ত অনুষ্ঠানে কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম চৌধুরীসহ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক, অন্যান্য শিক্ষকগণ, শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শতভাগ পাশ করে অভিভাবক ও স্কুলের সুনাম বয়ে আনার আহ্বান জানান।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031