দীঘিনালায় :: বর্তমান সরকার সব ধরনের বিপদে মানুষজনের পাশে আছে এবং থাকবে—কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

॥ লিটন ভট্টচার্য্য রানা, সোহেল রানা, দীঘিনালা ॥ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর কারনে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং হতদরিদ্রদের মাঝে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উদ্যোগে দীঘিনালা সদর উপজেলাসহ ৫টি ইউনিয়নের ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১এপ্রিল) সকাল সাড়ে ১১টায় দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, ত্রাণ বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন, শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা রেড ক্রিসেন্ট এর চেয়ারম্যান কংজরী চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগে সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, এ্যাডভোকেট আশুতোষ চাকমা, শতরুপা চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক চন্দন কুমার দে, জেলা আওয়ামীলীগের নেতা শুভ মঙ্গল চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান কবির রতন প্রমূখ।
ত্রাণ বিতরণের সময় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বর্তমান সরকার সব ধরনের বিপদে মানুষজনের পাশে আছে এবং থাকবে। তাই দীঘিনালা উপজেলায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে নি¤œ আয়ের লোকজনের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা চাই না এই ক্রান্তিকাল লগ্নে কেউ না খেয়ে থাকুক। তাই প্রতিটি গ্রামে প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি এলাকায় আমরা নি¤œ আয়ের মানুুষদের ত্রাণ সামগ্রী পৌছে দেবো। যাতে করে তারা দু’বেলা দু’মুঠো খাবার খেতে পারে।
এসময় প্রতি পরিারের মাঝে দশ কেজি চাল, দুই কেজি আলু এবং পাঁচশত মিলি লিটার সয়াবিন তেল হারে উপজেলার পাঁচটি ইউনিয়নের নি¤œ আয়ের ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031