ভারতে ৮ দিনেই শনাক্ত হল ৪৮ হাজার  : মৃত্যু ৪ হাজার ২১ জনের

ভারতে মাত্র দিনে প্রায় ৪৮ হাজার ব্যক্তির দেহে নতুন করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন

কেবল রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টাতেই ৬ হাজার ৯৭৭ জনের কোভিড-১৯ ধরা পড়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আগের ২৪ ঘণ্টায় শনাক্ত আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৭৬৭। তার আগের ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৫৪। এ নিয়ে পরপর চারদিন দেশটিতে জ্ঞাত রোগীর সংখ্যা আগের দিনের রেকর্ড টপকাল।

সোমবার সকাল পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৮ হাজার ৮৪৫ এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

৮ দিন আগেও এ সংখ্যা ছিল ৯০ হাজার ৯২৭, জানিয়েছে আনন্দবাজার।

আক্রান্ত রোগীর সংখ্যা বিবেচনায় ইরানকে টপকে ভারতই এখন বিশ্বের দেশগুলোর মধ্যে দশম বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

ভারতের মধ্যে কেবল মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

সোমবার কোভিড-১৯ এ আক্রান্ত আরও ১৫৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকার। এ নিয়ে নতুন করোনাভাইরাস দেশটির ৪ হাজার ২১ জনের প্রাণ কেড়ে নিল।

আক্রান্তদের মধ্যে ৫৭ হাজার ৭২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটিতে লকডাউন শিথিলের পর থেকে শনাক্ত আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চতুর্থ দফার লকডাউন শেষে বিধিনিষেধ আরও শিথিল হলে এ সংখ্যা আরও বাড়বে বলেও অনেকে আশঙ্কা করছেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া জুলাই এর গণঅভূত্থানে ছাত্র জনতার রক্তদান এবং অসংখ্যজনের পঙ্গুত্ব বরণের মধ্যদিয়ে আমরা নতুন দেশ পেলাম —–প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031