আহলে সুন্নাত চেয়ারম্যান হাশেমীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দপ্তর থেকে জানানো হয়েছে, এক শোকবার্তায় প্রধানমন্ত্রী ‘পবিত্র ধর্ম ইসলামের প্রচার ও প্রসারে’ হাশেমীর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বলে জানিয়েছে সরকারপ্রধানের দপ্তর। চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টার দিকে মারা যান ৯২ বছর বয়সী নুরুল ইসলাম হাশেমী। হৃদরোগ, নিউমোনিয়া, ডায়বেটিস ও কিডনিজনিত সমস্যা নিয়ে গত ৩০ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যেই সোমবার তার ‘মাইল্ড স্ট্রোক’ হয়। অবস্থার অবনতি হওয়ার পর ভোরে তার মৃত্যু হয় বলে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মো মনির আজাদ জানিয়েছেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031