নুরন্নবী চৌধুরীর মুত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শোক

॥ লিটন ভট্টচার্য্য রানা, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরন্নবী চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে তিনি নিজগৃহে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীন রাজনীতিবিদ ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরন্নবী চৌধুরীর মুত্যুতে শোক প্রকাশ করেছে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক শোক বার্তায় গুণী এ নেতার মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করে মরহুমের আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক। বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত পত্রের মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম।
এদিকে-শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, নেতৃত্বে জেলা ও নয় উপজেলার দলীয় নেতাকর্মীদের নিয়ে সামাজিক দূর্রন্ত বজায় রেখে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।
এদিকে আওয়ামীলীগের প্রবীণ এ নেতার মৃত্যুতে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামীলীগ নেতারা। শুক্রবার সকালে মরহুমকে শেষ বারের মত দেখে বিদায় জানাতে সদরের টাউনহল সংলগ্ন এই প্রবীণ নেতার বাস ভবনে।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ১৯৯১ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছেন। সাবেক স্থানীয় সরকার পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জাতীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও খাগড়াছড়ি জেলা ইউনিটের সাবেক ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। পার্বত্য চট্টগ্রামের শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা প্রক্রিয়ায় পাহাড়ী বাঙ্গালী জনগোষ্টীর সমন্বিত নেতৃত্বে অন্যতম ভূমিকা অক্লান্ত পরিশ্রমীক দায়িত্ব পালন করেছেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031