কাপ্তাইয়ের রাইখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি): রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমনে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম হলো রুপন তনচংগ্যা (৪৫)। তিনি রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় বাডি মনি তনচংগ্যার ছেলে। চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, বৃহস্পতিবার(২৭ আগস্ট) সন্ধ্যা ৭ টা নাগাদ নিহত ব্যক্তি বাজার করে রাইখালী কারিগর পাড়া পূর্নবাসন এলাকায় তার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে ঐ ব্যক্তিকে বন্য হাতি আক্রমণ করলে তাকে গুরুতর আহত অবস্হায় স্হানীয় লোকজন উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নিয়ে আসেন।সেখানে কর্তব্যরত ডাক্তার আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল হাসপাতাল এ নেবার পরামর্শ দেন। সেখান থেকে আহত রুপন তনচংগ্যাকে চট্রগ্রাম মেডিকেল এ নেবার সময় রাত ৯ টায় পথের মধ্যে তিনি মৃত্যু বরণ করেন।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য শুক্রবার(২৮ আগস্ট) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031