ভারতকে এক দিন আগেই জানানো হয়েছিল, শেখ হাসিনার সময় শেষ

॥ ডেস্ক রিপোর্ট ॥ পদত্যাগের এক দিন আগেই যুক্তরাষ্ট্র ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে জানিয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকার সময় শেষ হয়ে গেছে। বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিবিসি জানিয়েছে, সোমবার সকালে দিল্লিতে সরকারি কর্মকর্তাদের কাছে আশ্রয়ের অনুরোধ জানিয়েছিলেন শেখ হাসিনা। ভারতীয় কর্মকর্তাদের শেখ হাসিনার প্রতি পরামর্শ ছিল, তিনি যেন দেশত্যাগ করেন। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, পদত্যাগের এক দিন আগে, অর্থাৎ রোববার ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল, শেখ হাসিনার ক্ষমতায় থাকার সময় শেষ হয়ে গেছে। তার সব সুযোগ শেষ হয়ে গেছে।
প্রসঙ্গত, ব্যাপক বিক্ষোভের মুখে সোমবার দুপুরের দিকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এর পরপরই তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যার দিকে বোন রেহানাকে নিয়ে তিনি ভারতের গাজিয়াবাদের বিমানঘাঁটিতে অবতরণ করেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031