প্লাবন ও পাহাড় ধ্বসে রাঙ্গামাটির প্রায় ২ হাজারের বেশী বাড়ীঘর, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত, এক জনের লাশ উদ্ধার

॥ নিজস্ব প্রতিবেদক ॥ গত তিনদিনের ভারী বর্ষণে রাঙ্গামাটির মানুষের জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। বৃষ্টির ফলে পুরো রাঙ্গামাটি জুড়ে পাহাড় ধ্বসের শংকা বেড়ে গেছে। সরকারী হিসাব মতে প্লাবন ও পাহাড় ধ্বসে রাঙ্গামাটির প্রায় ২ হাজারের বেশী বাড়ীঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়নের জামুরাছড়ি গ্রামের পানছড়ি ছড়া থেকে ঢলের পানিতে ভেসে আসা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গ্রামবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা ও সংশ্লিষ্ট কাব্বারী ললিক চাকমা।
স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলছে ২৯ মে ২০২৫ হতে ১ জুন ২০২৫ (সন্ধ্যা ৬.০০ টা) পর্যন্ত সর্বমোট বৃষ্টিপাত হয়েছে ৩৮৮ মিলিমিটার। এই ভারী বর্ষণে রাঙ্গামাটির বেশ কিছু স্থানে ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ঝুঁকিতে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে কাজ করছে প্রশাসন।
রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা ও সংশ্লিষ্ট কাব্বারী ললিক চাকমা জানান, গত কয়েক দিনের টানা বর্ষণে উপজেলার মৈদং ইউনিয়নের জামুরাছড়ি গ্রামের পানছড়ি ছড়া থেকে ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
রাঙ্গামাটি সদর উপজেলা প্রশাসনের তথ্য মতে, পৌর এলাকার ২৬টি আশ্রয়কেন্দ্রের মধ্যে মাত্র ৩ টি আশ্রয় কেন্দ্রের মোট ২৪৬ জন অবস্থান করছে। অপর দিকে রাতে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের বেশ কিছু সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটে। সড়ক বিভাগ দ্রুত মাটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এছাড়া চলমান ভারী বর্ষণে সদর উপজেলা সাপছড়ি ইউনিয়নের বোধিপুরসহ বেশ কয়েকটি গ্রামে জলবদ্ধ সৃষ্টি হয়েছে এতে বিপাকে পড়েছে এসব এলাকার বাসিন্দারা।
অন্য দিকে রবিবার বিকালে বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ভারী বর্ষণে পাহাড়ধসের ঝুঁকি রয়েছে। তাই আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। আমাদের বেশ কয়েকটি টিম মাঠে কাজ করছে। এই টিমে ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবক, স্কাউট, রেড ক্রিসেন্ট সদস্যরা রয়েছেন। এছাড়াও সদরের জন্য চারটি কুইক রেস্পন্স টিম গঠন করা হয়েছে। ১০ সদস্যের প্রতিটি টিমে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ বিভাগের ৩ ফায়ার সার্ভিস ২, স্বেচ্ছাসেবক টিম লিডার দুই ও দুইজন স্কাউট সদস্য রয়েছেন। তিনি আরো বলেন, জেলায় মোট ২৪৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বর্তমানে ২৪৬ জন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। তাদের খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, জেলার কিছু নি¤œাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সে বিষয়েও আমাদের প্রস্তুতি আছে। উপজেলা নির্বাহী আফিসারদের দেয়া নির্দেশনা মোতাবেক তার কাজ করে যাচ্ছেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930