পাহাড়ী ও বাঙ্গালীদের মধ্যে দীর্ঘদিনের সম্প্রীতি বজায় রয়েছে——-লেঃ কঃ আলীম

॥ মোঃ এখলাস মিঞা খান, লংগদু ॥ লংগদু উপজেলার সেনা জোনের উদ্যোগে এক মতবিনিময় সভা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল আঃ আলীম চৌধুরী পিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সেনা জোন সদর মাইনীমুখ আর্মিক্যাম্প এর মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে নিরাপত্তা সম্পর্কিত বিষয়সমূহ, আসন্ন বিভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠান, দূর্গা পূজা ও রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন সমস্যাবলী নিয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে জোনের অধিনায়ক লেঃ কর্ণেল আঃ আলীম চৌধুরী পিএসসি বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। লংগদু উপজেলায় বসবাসরত সকলেই শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সাম্প্রতিক সময়ে লংগদুতে ঘটে যাওয়া ঘটনাটি অনাকাঙ্খিত ও দুঃখ জনক। এই ঘটনাটি ছাড়া এখানকার পাহাড়ী ও বাঙ্গালীদের মধ্যে দীর্ঘদিনের বিশ্বাস ও সম্প্রীতি বজায় রয়েছে।
তিনি আরো বলেন, আসন্ন দূর্গাপূজা ও কঠিন চীবরদান অনুষ্ঠানকে কেন্দ্র করে বনবিহার ও মন্দির এলাকায় যাতে কোন প্রকার সমস্যা সৃষ্টি না হয় তার জন্য প্রয়োজনে এলাকায় জনপ্রতিনিধিদের নিয়ে একটি কমিটি করবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির যেকোন প্রয়োজনে আমাদের জোনে জানাবেন সেনাবাহিনী আপনাদের পাশে থাকবে।
তিনি বলেন, মায়ানমারে রোহিঙ্গা নিধন একটি বর্বরোচিত, মানব বিবর্জিত ও ন্যাক্কার জনক কাজ। আমরা এব্যাপারে নিন্দা ও ঘৃনা জানাই। বর্তমানে আমাদের দেশে যে হারে রোহিঙ্গা অনুপ্রবেশ করছে তার জন্য একটি বড় সমস্যার সৃষ্টি হতে পারে। রোহিঙ্গারা যাতে কোনভাবে এই উপজেলায় অনুপ্রবেশ করতে না পারে তার জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। উপজেলার কোথাও রোহিঙ্গা দেখা দিলে আপনারা প্রশাসনকে খবর দিবেন।
মতবিনিময় সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন চেয়ারম্যান, জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ রফিকুল ইসলাম, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহেদী ইমাম, লংগদু থানার বিদায় অফিসার ইনচার্জ মোঃ মোমিনুল ইসলাম, নবাগত অফিসার ইনচার্জ রনজিত কুমার সামন্ত, আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাজ্বি হাফেজ মাওলানা ফোরকান আহম্মেদ, লংগদ সদর ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা(আদু), মাইনীমুখ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম, লংগদু জেএসএস সভাপতি ত্রিলোচন চাকমা, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির লংগদু উপজেলা শাখার সভাপতি মাওলানা আমীনুর রশীদ, মাইনীমুখ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাদুর রশীদ, দূরছড়ি বাজার চৌধুরী নিন্দ্রা জয় চাকমা।
এছাড়া সভায় বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জোনের বিভিন্ন সেনা কর্মকর্তা হেডম্যান-কার্বারী, সংগঠনের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ এসময় উপস্থিত ছিলেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031