রাঙ্গামাটিতে নারী দিবসে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি-আলোচনা সভা

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে সরকারিভাবে সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ দিবস উপলক্ষে বুধবার (৮ মার্চ) সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর মো. শহিদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মনোয়ারা জাহান আক্তার, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, মহিলা পরিষদের রাঙ্গামাটি সভাপতি কনিকা বড়–য়া, সচেতন নাগরিকের জেলা সদস্য সুস্মিতা চাকমা প্রমূখ।
সভায় বক্তারা বলেন, নারীদের সাথে কোন বৈষম্য নয়। নারীর অধিকার নিশ্চিত করা যেমন পুরুষের নৈতিক দায়িত্ব, তেমনি নারীকেও তার কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে গিয়ে নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। বৈষম্য সৃষ্ঠি না করে নারী-পুরুষ মিলে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031