পাহাড়ের সবাইকে শান্তিতে বসবাস করার আহবান—প্রধানমন্ত্রী

॥ গিরিদর্পণ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাহাড়ে শান্তি বজায় থাকুক এটাই আমরা চাই। কে পাহাড়ি কে বাঙালি সেটি বিবেচ্য নয়। পাহাড়ে সবাই সমানভাবে শান্তিতে বসবাস করবে। আমরা চাই পাহাড়ে শান্তি বজায় থাকুক। সৌহার্দ পূর্ণ পরিবেশ বিরাজ করুক।
রোববার (০৬ মে) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসএসসির ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।
২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ও ফলের পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বান্দরবান ও বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, বাঙালি-পাহাড়ি সবাই মানুষ, তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। দেশের সর্বত্রই শান্তি-নিরাপত্তা ও স্বস্তির পরিবেশ দরকার। আমরা দেশের সবখানে সমানভাবে গুরুত্ব দিয়ে উন্নয়ন করছি। আমরা চাই বাংলাদেশ শান্তিপূর্ণ ভাবে সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে আসীন হোক।
তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে করে বলেন, যারা ফলাফল ভালো করতে পারেনি তাদের বকাঝকা করবেন না। বাবা-মাকে বলবো, তাদের প্রতি আরো মনোযোগী হবেন, তারা যেন পড়াশোনা করে যাতে আগামীতে ভালো ফল করতে পারে। অভিভাবক ও শিক্ষকদের এ অনুরোধ করি।
যারা পরীক্ষায় ভালো ফলাফল করেছে তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। আর অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা পাস করতে পারোনি তাদের কেউ যেন হতাশায় নিমজ্জিত না হয়। হতাশ হবে না। আগামীতে লেখাপড়ায় মনযোগ দিতে হবে। মন দিয়ে পড়লে অবশ্যই ভালো ফল করবে।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930