পাহাড়ের আঞ্চলিক দলগুলিকে ভ্রাতিঘাতি সংঘাত পরিহার করে উন্নয়নের ধারায় এগিয়ে আসুন — কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি

॥ লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়ি ॥ পার্বত্য এলাকায় আঞ্চলিক দলগুলিকে ভ্রাতিঘাতি সংঘাত পরিহার করে এলাকা শান্তি উপহার দিয়ে উন্নয়নের ধারা বাহিকতা বজায় রাখার আহবান জানিয়েছেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। তিনি বলেন, পার্বত্য এলাকায় আওয়ামীলীগ সরকারের আন্তরিকতার কারণে উন্নয়নের জোয়ার বইছে। আর এতে করে প্রান্তিক জনগণ ও দূর্গম এলাকায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের কারণে এলাকার মানুষের দূর্ভোগ লাঘব হচ্ছে। তাই এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শান্তিপূর্ণ সহবস্থানে থাকার আহবান জানান তিনি।
মঙ্গলবার (৮ মে) খাগড়াছড়ি পানছড়ি উপজেলার পানছড়ি ইউপি সংলগ্ন ঈদগাহ মাঠে (৮৯ লক্ষ টাকায় ব্যায়) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অর্থয়ানে ১৬-২০১৭ অর্থ বছরের ৩নং পানছড়ি ইউনিয়ন পরিষদের নব নির্মিত ভবনের উদ্বোধনী ও উম্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহম্মদ খান, খাগড়াছড়ি এলজিইডির নির্বাহী প্রকৌশলী আদনান আকতারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম, উপজেলা ভাইস-চেয়ারম্যান লোকমান হোসেন, জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান, উত্তম চন্দ্র দেব (তদন্ত), উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি আরো বলেন, পার্বত্য এলাকায় আওয়ামীলীগ সরকারের আন্তরিকতার কারণে বিদ্যুৎ বিহীন এলাকায় সোলার দিয়েছে, প্রান্তিক জনপদের গরীব রোগীদের জন্য কমিউনিটি ক্লিনিক, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, খাগড়াছড়ি-পানছড়ি-দুধুকছড়া সড়কে একসাথে ১৯টি ব্রীজ কাজ চলছে, এলাকার জনগণের সেবা প্রদানের জন্য ডিজিটাল ইউনিয়ন পরিষদ নির্মানসহ নানান পরিকল্পনার মাধ্যমে দেশকে উন্নতির শিখরে এগিয়ে নিচ্ছে। তাই এই এলাকার উন্নয়নের জোয়ার ধরে রাখতে আবার নৌকায় মার্কায় ভোট চান তিনি।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া জুলাই এর গণঅভূত্থানে ছাত্র জনতার রক্তদান এবং অসংখ্যজনের পঙ্গুত্ব বরণের মধ্যদিয়ে আমরা নতুন দেশ পেলাম —–প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031