পার্বত্য অঞ্চলে রেড ক্রিসেন্ট আন্দোলনকে শক্তিশালী করতে হবে—–ফিরোজা বেগম চিনু এমপি

॥ নিজস্ব প্রতিবেদক ॥ নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙ্গামাটিতে পালিত হয়েছে বিশ^ রেডক্রস/রেড ক্রিসেন্ট দিবস। দিবস উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি ইউনিটের উদ্যোগে র‌্যালী, আলোচনাসভা, ফ্রি ব্লাড গ্রুপিং ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল ঊাবৎুযিবৎব ভড়ৎ বাবৎুড়হব।
মঙ্গলবার (৮মে) সকালে রেড ক্রিসেন্ট সোসাইট রাঙ্গামাটি ইউনিট কার্যালয়ে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কার্যক্রম। সকাল ৯টায় শহরের চারুকলা একাডেমীর সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিটের সেক্রেটারী মাহফুজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙ্গামাটি চেম্বর অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন ভুঁইয়া, রাঙ্গামাটি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক দিদারুল আলম। ইউনিট কার্য নির্বাহী সদস্য এনএম জাহাঙ্গীর এর সঞ্চালনায় এ সময় আরো বক্ত্য রাখেন ইউনিট কার্য নির্বাহী সদস্য মোহাম্মদ সোলায়মান, রেজাউল করিম রেজা ও উপ যুব প্রধান রানা দে।
আলোচনা সভায় প্রধান অতিথি ফিরোজা বেগম চিনু বলেন, মানবতার জন্য রেড ক্রিসেন্ট এর জন্ম হয়েছে। এটি একটি অরাজনৈতিক ও মানবতাবাদি সংগঠন। যেখানে দূর্যোগ, যেখানে মানবতার বিপর্যয় সেখানে রেড ক্রিসেন্ট দলমত নির্বিশেষ দূর্গত মানুষের পাশে দাঁড়ায়। গত বছর রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড় ধসের পর দূর্গত মানুষের পাশে সরকারের পাশাপাশি রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট এগিয়ে এসেছে। রাঙ্গামাটি একটি দূর্যোগপুর্ণ এলাকা উল্লেখ করে তিনি বলেন এ অঞ্চলে রেড ক্রিসেন্ট আন্দোলনকে শক্তিশালী করতে হবে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট যে কোন দূর্যোগে রেড ক্রিসেন্ট আরো শক্তিশালী ভুমিকায় এগিয়ে আসার আহবান জানান তিনি।
আলোচনাসভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও সহ শিক্ষা কার্যক্রমের আওতায় বিভিন্ন স্কুলের প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন অতিথিরা। পরে বিশ^ রেডক্রস/রেড ক্রিসেন্ট দিবসের কেক কাটা হয়।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930