উপজেলা নির্বাচনঃ রাঙ্গামাটিতে আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত

॥ নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এরই মধ্যে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে রাঙ্গমাটি জেলা আওয়ামীলীগ। মঙ্গলবার (৫ফেব্রুয়ারী) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে রাঙ্গামাটির ১০টি উপজেলার মধ্যে ৮টি আসনের প্রার্থীর নাম ঘোষনা করেন।
চূড়ান্ত পর্যায়ে মনোনীতরা হলেন, রাঙ্গামাটি সদর উপজেলায় শহীদুজ্জামান মহসিন রোমান, লংগদুতে আব্দুল বারেক সরকার, কাপ্তাইয়ে মফিজুল হক, রাজস্থলীতে উবাচ মারমা, কাউখালীতে সামসুল দোহা চৌধুরী, বরকলে সবির কুমার চাকমা, জুরাছড়িতে রূপ কুমার এবং বিলাইছড়ি উপজেলায় জয় সেন তঞ্চঙ্গ্যা।
বাকি দুই উপজেলা নানিয়ারচর ও বাঘাইছড়িতে এখনও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি জেলা আওয়ামী লীগ।
এ ব্যাপারে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর বলেন, প্রাথমিকভাবে বাচাইয়ের পর ৮টি উপজেলার প্রার্থী নিশ্চিত করা হয়েছে। কিন্তু পাহাড়ের অভ্যন্তরীণ সমস্যার কারণে নানিয়ারচর ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের প্রার্থী দেওয়া সম্ভব হয়নি। তবে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বিশেষ দলের মনোনীত প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের নেতারা।
তিনি আরও বলেন, জেলা আওয়ামীলীগ যাদের মনোনীত করেছে তারা নিঃসন্দেহে বিজয়ী হবেন। কারণ তাদের এলাকায় গ্রহণ যোগ্যতা রয়েছে এবং তারা অত্যন্ত সুপরিচিত ও সাধারণ মানুষের সুখ দুঃখে তারা সব সময় পাশে থাকতেন।
এদিকে মার্চের মধ্যে রাঙ্গামাটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
ইতোমধ্যে আগামী মার্চ মাসেই ভোটের তফসিল ঘোষণা করেছে কমিশন। পর্যায়ক্রমে সারাদেশে এ নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। আর উপজেলা নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের কাজ চালিয়ে যাচ্ছেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031