ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন রাঙ্গামাটি জেলায় এবছর প্রায় ৮০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

॥ নিজস্ব প্রতিবেদক ॥  ১১ জানুয়ারী সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এবছর ২য় রাউন্ডে রাঙ্গামাটি জেলায় মোট ৭৯ হাজার ৪৪৬ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দুপুরে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ১১জানুয়ারী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলনে রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. শহিদ তালুকদার এইসব কথা জানান।
রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এসময় রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সিনিয়র প্রবীন সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ নিহার রঞ্জন নন্দী, জেলা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মোঃ মোস্তফা কামাল, সিভিল সার্জন অফিসের সমন্বয়ক মোঃ মোসলে উদ্দিন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. শহিদ তালুকদার আরো জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ডে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু খাবে নয় হাজার ২৯টি ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু খাবে ৭০ হাজার ৪১৭ ক্যাপসুল। এ সময় পুরো জেলায় মোট ১ হাজার ৩১৫টি কেন্দ্র খোলা থাকবে। আর সেদিন প্রতিবারের ন্যায় স্ব স্ব এলাকার নিকটস্থ টিকা সেবাকেন্দ্রে গিয়ে নির্ধারিত বয়সের শিশুদের ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেন তিনি। এসময় তিনি ক্যাম্পেইনে ভিটামিন ‘এ’ প্লাস থেকে যাতে কোনো শিশু বাদ না যায়, সেজন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

বান্দরবানে কৃষক ও নারীদের আর্থ অবস্থার সামাজিক উন্নয়নে বিভিন্ন সামগ্রী বিতরণ গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —-পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031