শহীদ দিবসের আলোচনা সভায়-মোছলেম উদ্দিন আহমদ এম.পি :: ২১ আমাদের অপসংস্কৃতি, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার প্রেরনা যোগায়

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য জননেতা মোছলেম উদ্দীন আহমদ বলেছেন, ১৯৫২ এর ফেব্রুয়ারিতে ছাত্র-জনতার এক অসাধারণ গণ-আন্দোলনের মধ্য দিয়ে বাঙালী জাতির মুক্তির স্বপ্ন জাগ্রত হয়েছিল। সে সময় পাকিস্তানব্যাপী মাত্র সাত শতাংশ মানুষ উর্দুতে কথা বলত। পাকগোষ্ঠী এই সাত শতাংশ উর্দু ভাষীর ভাষাকে পঞ্চান্ন শতাংশ বাংলা ভাষীদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল। বাঙালিদের ভাষা তথা সংস্কৃতির উপর ওদের আক্রমন ছিল আমাদের জাতিসত্বাকে বিনষ্ট করে আমাদের দাবিয়ে রাখার একটা অপচেষ্টা। তিনি আরো বলেন, ২১ আমাদের অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করে প্রগতিশীল অসাম্প্রদায়িক বিজ্ঞান ভিত্তিক সমাজ গড়ার প্রেরনা যোগায়। এই প্রেরনা নিয়েই লাখো শহীদের রক্তের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়। ভাষা আন্দোলনের চেতনা ,৭১’র মুক্তিযুদ্ধের শপথ ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের সর্বকালের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে একটি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে। আমাদেরকেও নেত্রীর স্বপ্ন বাস্তবায়নের সারথী বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে এই হোক আজকের শপথ। ১৯ ফেব্রুয়ারি (বুধবার) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুফিজুর রহমান তার বক্তব্যে বলেন, স্বাধীনতা পরবর্তীতে দারিদ্রের হার ছিল ষাট শতাংশ এখন বাইশ শতাংশ। সেসময় কোটি পতি ২২ পরিবারের মধ্যে ২১ পরিবার ছিল পশ্চিম পাকিস্তানের। এখন কোটি-পতির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। এটাই স্বাধীনতার অবদান। তিনি বাংলাদেশকে ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ২০৪১ সালে ধনী রাষ্ট্র গড়ে তোলার সংগ্রামে জননেত্রী শেখ হাসিনার প্রতি অকুন্ঠ সমর্থন অব্যাহত রাখার আহবান জানান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি ও পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সহ-সভাপতি এড: এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান মো: নুরুল আলম, সাবেক এম পি চেমন আরা আরা তৈয়ব, আইন বিষয়ক সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, বন বিষয়ক সম্পাদক এড: মুজিবুল হক, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, কৃষি সম্পাদক এড: আবদুর রশিদ, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবদুল মতিন চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক এড: কামরুন নাহার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য চেয়ারম্যান নাসির আহমদ, মোস্তাক আহমদ আঙ্গুর, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, ছিদ্দিক আহমদ বি.কম, মাহবুবুর রহমান শিবলী, চন্দনাইশ পৌরসভা মেয়র মাহবুবুল আলম খোকা, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবু সৈয়দ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, চট্টগ্রাম দক্ষিন জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, মহিলা নেত্রী, রেহেনা ফেরদৌস, দীপিকা বড়–য়া, খালেদা আক্তার, ববিতা বড়–য়া, সঞ্চিতা বড়–য়া, জীবন আরা চৌধুরী, নিলুফার জাহান বেবী, যুবলীগ নেতা জাহেদুর রহমান সোহেল, তারেকুল ইসলাম, এম এ রহিম, চট্টগ্রাম কারা পরিদর্শক আবদুল হান্নান লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সাদাত মো: সায়েম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাশেদুল আরেফিন জিসান প্রমুখ।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031