মেয়রের সঙ্গে সিইউজে নেতাদের সৌজন্য সাক্ষাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নব নির্বাচিত কমিটির নেতারা।

 

বুধবার দুপুরে নগরীর টাইগার পাসে সিটি করপোরেশন কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত করেন সাংবাদিক নেতৃবৃন্দ। পরে সাংবাদিকদের সঙ্গে চট্টগ্রামের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন সিটি মেয়র।

 

মতবিনিময়কালে আ জ ম নাছির উদ্দীন বলেন, সমাজের দর্পন হিসেবে সংবাদ মাধ্যম যথাযথ ভূমিকায় থাকলে রাষ্ট্রেরকোন প্রতিষ্ঠানের বিপথে যাওয়ার সুযোগ থাকে না। সাংবাদিকদের পক্ষপাতদুষ্ট না হয়ে নির্মোহভাবে তাদের সংবাদ পরিবেশনের ব্যাপারে সজাগ থাকতে হবে।

 

এসময় একজন রাজনীতিক ও ক্রীড়া সংগঠক হিসেবে সব সময় সাংবাদিকদের সুখে-দু:খে ছিলেন উল্লেখ করে আগামীর দিনগুলোতেও সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

 

সিইউজে সভাপতি মোহাম্মদ আলী এসময় বলেন, মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর আ জ ম নাছির উদ্দীন যেভাবে চট্টগ্রামকে একটি সুন্দর শহরে রূপান্তরিত করেছেন তা বন্দরনগরীর মানুষ আজীবন স্মরণ করবে।

 

মতবিনিময়কালে সিইউজে সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম আশাবাদ প্রকাশ করেন, মেয়রের মেয়াদ পূর্ণ হওয়ার পরওচট্টগ্রামের উন্নয়নে আ জ ম নাছির উদ্দীন অতীতের মতো সবসময় চট্টগ্রামবাসীর পাশে থাকবে।

 

এসময় উপস্থিত ছিলেন সিইউজের সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, সহসভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম সম্পাদক সবুর শুভ, অর্থ সম্পাদক কাশেম শাহ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল।

 

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031